শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঈদ

কে এইচ মাহাবুব

ঈদের দিনে খালা মিনে

চিড়িয়াখানায় যাব,

আরসি কোলা-ডাবলি ছোলা

আইসক্রিম খাবো।

 

শিশু মেলায় চরকা খেলায়

যাবে সময় চলে,

ব্যান্ড আর্কে রমনা পার্কে

ছড়ার গান বলে।

 

ছেলে-গুঁড়ো, বুড়ি-বুড়ো

জমায় সেথায় ভিড়,

মেঘের তরে বৃষ্টি ঝড়ে

বট’ই তাদের নীড়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর