শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঈদ এলো রে ঈদ

নকুল শর্ম্মা

ঈদুল ফিতর এলো আবার

একটি বছর পরে,

খুশির জোয়ার বইছে দেখো

সবার ঘরে ঘরে।

 

সকল প্রাণে প্রাণের মিলন

বিভেদ ব্যথা ভুলে,

জমবে কথার মজার আসর

মনের দুয়ার খুলে।

 

মাংস পোলাও ফিরনি পায়েস

রান্না হবে কত,

অভুক্ত কেউ রয় না যেন

গরিব দুখী যত।

 

মানব তরে ঈদের খুশি

হয়ে উঠুক পূর্ণ,

লোভ লালসা হিংসা বৃত্তির

ঘটুক দর্প চূর্ণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর