শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

টাপুর টুপুর বৃষ্টি

জাহিদুল ইসলাম

টাপুর টুপুর বৃষ্টি

কি অপরূপ সৃষ্টি

ওই দেখ কার যাচ্ছে মামা

গায়ে পরে নতুন জামা

ঝোলায় ঝোলে মিষ্টি

টাপুর টুপুর বৃষ্টি

 

ছাতা মাথায়

চটির চটায়

হাঁটছে চটাং চটাং

একটু পরে

পিছলে পড়ে

হলো সে চিৎপটাং

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর