শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

গরম

মেহনাচ পারভীন

পুড়ছে আয়ু পুড়ছে বায়ু

চিত্তে মরার বোধ

প্রকৃতির প্রতিটি কণা

নিচ্ছে প্রতিশোধ।

 

রক্ত যেন যাচ্ছে গলে

ঝরছে শুধুই ঘাম

কেমনে খাব ঠান্ডা কিছু

সব জিনিসের দাম।

 

দক্ষিণা ঐ দুয়ার খুলে

দাঁড়িয়ে থাকি ঠায়

পাইনা খুঁজে নম্র হাওয়া

করছি যে হায় হায়!

 

অমৃত স্পর্শ নিতে

বৃক্ষ লাগাও বাছা

প্রকৃতিটা শীতল হবে

শান্তি পাব সাচা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর