শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মেঘবালিকার রূপ

বজলুর রশীদ

মেঘবালিকা তোমার হাসি           

আষাঢ়-শ্রাবণ মাসে,

রিমিঝিমি বিষ্টি ফোঁটায়

নাচো আশেপাশে।

 

ছোট্ট খুকি রঙতুলিতে

তোমার ছবি আঁকে,

যে রূপ দেখে মন ছুটে যায়

জুঁই চামেলির শাখে।

 

নানান রূপে তোমায় এঁকে

ইলশেগুঁড়ির হৈ,

স্বপ্নগুলো দাও জুড়িয়ে

জল করে থৈ থৈ।

 

মেঘবালিকা তোমার ছোঁয়ায়

জাগে খুকির সুর,

তাই তো তুমি এই বরষায়

বাংলায় টইটুম্বুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর