শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সেই চেনা স্বর

দীপান্বিতা চৌধুরী

স্বর এঁকেছে বৃষ্টি ফোঁটা

স্বর এঁকেছে আকাশ

স্বর এঁকেছে রামধনু রং

ঢেউ খেলানো বাতাস।

 

স্বর এঁকেছে পাহাড় নদী

স্বর এঁকেছে বাড়ি

স্বর এঁকেছে একলা-একা

পথ ভ্রষ্ট নারী।

 

স্বর এঁকেছে রবিঠাকুর

জীবনানন্দ দাস

সেই চেনা স্বর; হৃদয়জুড়ে

থাকুক বারোমাস।

 

তাঁর স্বরেরই চিত্র কল্পে

নিরুদ্দেশে চলি

বুকের ভিতর বাজতে থাকুক

‘মধু বংশীর গলি’...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর