শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ফাঁদ

আল মামুন হোসেন

ফাঁদ

একটি তালগাছে মা বাবুই পাখি বাসা বেঁধেছে। বাবুই পাখিটির সাতটি ছানা। চারটি ছানা অল্প অল্প উড়তে পারে, বাকি তিনটি ছানা এখনো উড়তে শেখেনি। মা বাবুই পাখি ছানাদেরকে সব সময় সতর্ক থাকতে বলে। কারণ বাসা থেকে একটু দূরে কদমগাছে কয়েকটি কাক বাস করে। কাক থেকে সতর্ক থাকার জন্য মা বাবুইপাখি তার ছানাদের বলে, আমি যখন বাসার বাইরে থাকব তখন তোমরা বাসা থেকে বের হবে না। কোনো চেঁচামেচি করবে না। চেঁচামেচি করলে কাক টের পেয়ে তোমাদেরকে খেয়ে ফেলবে। তারা তাতে সম্মতি প্রকাশ করে বলে যে, তারা বাইরে যাবে না, চিৎকার চেঁচামেচিও করবে না। একদিন বাবুই পাখি তার ছানাদের খাবার সংগ্রহের জন্য অনেক দূরে যায়। মায়ের ফিরতে দেরি হওয়ায় যে চারটি ছানা একটু একটু উড়তে শিখেছে তারা বাসার বাইরে এসে মায়ের কথা ভঙ্গ করে চিৎকার চেঁচামেচি করে খেলাধুলা করতে থাকে। একপর্যায়ে তাদের চিৎকার চেঁচামেচি দূর থেকে একটি কাক লক্ষ্য করে। কাকের আগমন বুঝতে পেরে তখন তারা বাসার বাইরে তালগাছের পাতার ফাঁকে লুকিয়ে পড়ে। কাক এসে তাদেরকে না পেয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। এমন সময় কাকটি তালগাছে একটি পাখির বাসা লক্ষ্য করে। যে ছানাগুলো উড়তে পারে না তারা তখন সে বাসাতে ছিল। কাককে দেখে ছানাগুলো ভয় পেয়ে যায়। লুকাতে শুরু করে। কিন্তু কাক তা টের পায় এবং ছানা তিনটিকে খেয়ে ফেলে।

মা বাবুই পাখি বাসায় এসে দেখে বাসায় ছানারা নেই। দূরে লক্ষ্য করে দেখে তার চারটি ছানা ভয়ে কাঁপতেছে। মা বাবুইপাখি কাছে গিয়ে জিজ্ঞাসা করে আর তিনটি ছানা কোথায়? তখন তারা সব ঘটনা তার মাকে খুলে বলে। মা বাবুইপাখি কান্নায় ভেঙে পড়ে এবং তাদেরকে বকা দিয়ে বলে, মায়ের কথা না শুনলে এমনটিই হয়। বাবুইপাখি জানতে পারে এই বনের আরও কয়েকটি বাসার ছানা খেয়ে ফেলেছে ওই কাক। তাই সে পরিকল্পনা করে সব মা বাবুই পাখিদেরকে নিয়ে আলোচনা করে কাকদেরকে একটা উচিত শিক্ষা দেবে। আলোচনা করে সিদ্ধান্ত নেয় তারা কাকের জন্য একটা ফাঁদ তৈরি করবে। ফাঁদ বলতে বাসা তৈরি করে বাসার মুখে বটের আঠা লাগিয়ে রাখবে। যেমন- সিদ্ধান্ত তেমন কাজ। তারা অনেক বড় একটা বাসা তৈরি করে। সব পাখিরা মিলে অল্প অল্প করে বটের আঠা এনে বাসার মুখে লাগিয়ে রাখে। পরদিন কাক লোভ সামলাতে পারেনি। আরও একটি কাককে নিয়ে বাবুই পাখির ছানার লোভে সে বাসায় যায়। কিন্তু তারা বাসাটি খুঁজে পেলো না। পাশেই দেখলো একটি বড় বাসা। তারা সেই বাসার মধ্যে ঢুকতেই তাদের পা আঠাতে আটকে যায়। কাকেরা বুঝতে পারে বাবুইপাখির ছানা খাওয়ায় তাদের জন্য এ ফাঁদ তৈরি করা হয়েছে। তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে কিন্তু কেউ সাহায্য করে না। লোভী কাকগুলো কয়েকদিন এভাবে আটকে থেকে না খেয়ে মারা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর