বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

বিদ্যুৎ বিড়ম্বনা

ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে যখন দেশে তোলপাড় চলছে তখন পাকিস্তানের সর্বোচ্চ আদালত একটি সমগোত্রীয় বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে সে দেশের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে গ্রেফতারের আদেশ দিয়েছেন। এই প্রথম পাকিস্তানের কোনো আদালত একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিলেন। সুপ্রিমকোর্টের এই তোলপাড় সৃষ্টি করা আদেশ পাকিস্তানের রাজনৈতিক সংকটকে আরও গভীরতর করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের চার মাস আগে সুপ্রিমকোর্টের এ নির্দেশ ক্ষমতাসীন দলের ভাবমূর্তির জন্য কতটা বিপর্যয়ের সৃষ্টি করবে তা এখন দেখার বিষয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ যখন বিদ্যুৎমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। গত বছরের মার্চে সুপ্রিমকোর্ট ভাড়াভিত্তিক ওই বিদ্যুৎ প্রকল্পের জন্য সম্পাদিত চুক্তিটিকে অস্বচ্ছ হিসেবে অভিহিত করে সেটি বাতিলের নির্দেশ দেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন চুক্তির সঙ্গে সংশ্লিষ্টদের যেন দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। পারভেজ আশরাফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও ঘুষ গ্রহণের কারণে বিদ্যুতের দাম ৭ থেকে ১৪ শতাংশ বেড়ে যায়। স্মর্তব্য, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে ব্যাপক অভিযোগ ওঠে পাকিস্তানে। এ ধরনের বিদ্যুৎকেন্দ্রকে সাধারণ মানুষ বিদ্রূপ করে 'রাজা রেন্টাল' বলেও অভিহিত করত। একজন পার্লামেন্ট সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের নির্দেশে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে তদন্ত শুরু হয়। এ তদন্তে অভিযুক্ত করা হয় প্রধানমন্ত্রীসহ আরও ১৫ জনকে। তাদের গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন আদালত। জঙ্গিবাদ ও সামরিকতন্ত্রের জন্য পাকিস্তান বহির্বিশ্বে নিন্দার পাত্র হলেও সে দেশের সর্বোচ্চ আদালতের সাহসী ভূমিকা প্রশংসার দাবিদার। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতির বিরুদ্ধে আদালতের কঠোর মনোভাব পাকিস্তানের ক্ষমতাধর দুর্নীতিবাজদের শায়েস্তা করার ক্ষেত্রে কিছুটা অবদান রাখতে পারলেও তা হবে এক বিরাট অর্জন। বাংলাদেশেও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে অভিযোগ কম নয়। জনগণের পকেট কাটার কৃতিত্ব অর্জনকারী এ প্রকল্পে দুর্নীতির প্রেতাত্দাদের আছর হয়েছিল কিনা পাকিস্তানি আদালতের আদেশটি সে তাগিদই সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর