শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

নরেন্দ্র মোদির জয়

ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে। নির্বাচনে বিজেপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কৃতিত্ব দেখিয়েছে। দীর্ঘদিন পর ভারতের রাজনীতিতে কোনো জাতীয়ভিত্তিক দল এককভাবে ক্ষমতায় সরকার গঠনের সামর্থ্য অর্জন করল সদ্য সমাপ্ত নির্বাচনের মাধ্যমে। তবে বিজেপির পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে তারা জোটবদ্ধভাবেই সরকার গঠন করবে। ভারতের নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও ভারতে এনডিএ জোটের জয়লাভকে অভিনন্দিত করা হয়েছে। বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে আশা করা হয়েছে দুই দেশের বন্ধত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। ভারতে এনডিএ জোটের জয়লাভের ফলে এক দশকের কংগ্রেসী শাসনের অবসান হলো। কংগ্রেসের এক দশকে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে বিপুলভাবে এগিয়ে গেলেও দুর্নীতির অভিযোগ এ সরকারের ভাবমূর্তিতে যে কালিমা লেপন করে তার খেসারত দিতে হলো ক্ষমতাসীনদের। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ব্যক্তিগত সততা সম্পর্কে সরকার ও বিরোধী দলসহ সব মহলের সমীহ থাকা সত্ত্বেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত হাতে পদক্ষেপ নেওয়ার ব্যর্থতায় ক্ষমতাসীনদের গ্লানিকর পরাজয়বরণ করে নিতে হলো। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনে এনডিএ জোটের জয়লাভ দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীল পরিবেশের ক্ষেত্রে কি প্রতিক্রিয়া রাখবে তা এখন দেখার বিষয়। এ বিষয়ে নানা জল্পনা-কল্পনা এবং সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠলেও ইতিহাস প্রমাণ করে অকংগ্রেসী প্রতিটি সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ককে অতীতে গুরুত্ব দিয়েছে। আমাদের আশা থাকবে নরেন্দ্র মোদির নেতৃত্বে সে ঐতিহ্যই অনুসরণ করা হবে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার গতিশীল নেতৃত্বে আরও জোরদার হবে। পঞ্চশীলার ভিত্তিতে সহাবস্থানের যে নীতি ভারত প্রথম থেকেই অনুসরণ করে আসছে নরেন্দ্র মোদির নেতৃত্বে তাকে আরও অর্থবহ করে তোলা হবে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নতুন নেতা নরেন্দ্র মোদিকে আমাদের অভিনন্দন। বাংলাদেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে ভারতের সোয়াশ কোটি মানুষের জন্য আমাদের শুভ কামনা।

সর্বশেষ খবর