রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা
জনসচেতনতা

তামাক থেকে সাবধান

ধূমপান কিংবা তামাক গ্রহণ বিষপানের শামিল। প্রতি বছর লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে তামাকের জন্য সৃষ্ট নানা রোগের কারণে। রাস্তাঘাটে, সিঁড়ির কোণায়, বাসের গায়ে সর্বত্র পানমসলার পিক এক সর্বনাশ ইঙ্গিত বয়ে আনছে। সমীক্ষায় জানা গেছে, হাইস্কুলের ছেলেমেয়েদের মধ্যে যথাক্রমে ১৩ এবং ২ শতাংশ হারে ধোঁয়াহীন তামাক খাওয়ার প্রবণতা বাড়ছে।

ফলে বৃদ্ধি পাচ্ছে মুখের ক্যানসার, হার্টের অসুখসহ নানা সমস্যা। প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ মারা যাচ্ছেন শুধু টোব্যাকো খাওয়ার ফলে। ধোঁয়াহীন তামাক খাওয়ার ফলে ওরাল ক্যানসারের রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। খাদ্যনালি, ফ্যারিংক্স, স্টমাক, প্যাংক্রিয়াসের ক্যানসারের সম্ভাবনাও বাড়ছে বহুগুণ। জানা গেছে, ধোঁয়াহীন তামাক খাওয়ার ফলে ৬০-৭৮ শতাংশ বেশি সম্ভাবনা থাকে মুখের ক্যানসার হওয়ার।

 

 

সর্বশেষ খবর