বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

বিলাসপ্রিয় সুলতান

বিলাসপ্রিয় সুলতান আল-নাসিরের ঐশ্বর্য ও বৈভবের প্রতি প্রগাঢ় আসক্তি ছিল। তিনি তার এগারটি কন্যার বিবাহ অত্যধিক ব্যয়সাপেক্ষে সমাপন করেন। প্রতিটি কন্যার বিয়েতে ৮ লাখ দিরহাম ব্যয় হয়। তার এক পুত্রের বিবাহে ১৮ হাজার খণ্ড মিষ্টি রুটির প্রয়োজন হয় এবং ২০ হাজার পশু জবাহ করা হয়। তার মক্কায় হজ পালন উপলক্ষে লক্ষাধিক অর্থ ব্যয় করা হয়। তিনি একবার হজে গমন করলে তার খাদ্যদ্রব্য বহনের জন্য কাফেলায় চল্লিশটি উট নিয়োজিত ছিল। তিনি মৃগয়া ও পশুপালন খুবই ভালোবাসতেন।

তার নিজস্ব খামারে ত্রিশ হাজার মেষ পালিত হতো। অশ্বের জাত সম্বন্ধে তার গভীর জ্ঞান ছিল এবং ভালো জাতের একটি অশ্বের জন্য তিনি ৪ হাজার দিরহাম ব্যয় করতেও কুণ্ঠিত হতেন না। যদিও তিনি মাত্রাধিক জাঁকজমক পছন্দ করতেন তবুও কখনো স্বর্ণালঙ্কার ব্যবহার করেননি এবং সর্বদা সাদাসিধা পোশাক পরিধান করতেন। তিনি শিল্পানুরাগী ও বিদ্যোৎসাহী ছিলেন। ব্রিটিশ ও কায়রো মিউজিয়ামে তার আমলে নির্মিত কাষ্ঠখচিত ও ধাতব পাত্রাদি মামলুক কারুশিল্পের উজ্জ্বল নিদর্শন। অপরাপর কারুশিল্পের উপকরণ হচ্ছে মিনাকরা কাচের প্রদীপ, সুন্দর হস্তাক্ষর লিখিত কোরআন শরিফ, ধাতব কাসকেট, পাত্রাদি, কাষ্ঠখোদিত পালং, অলঙ্কার দ্রব্যাদি। প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফিদা আল নাসিরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সর্বদিক হতে বিচার করলে প্রতীয়মান হবে যে, সালাদীনের ভাষায়, 'তার রাজত্বকাল নিঃসন্দেহে মিসরীয় সংস্কৃতি ও সভ্যতার চরম শিখরে উপনীত হয়।'

 

সর্বশেষ খবর