শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

কিংবদন্তির বিক্রমাদিত্য

কোনো কোনো মুদ্রায় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে ‘বিক্রমাদিত্য’ বলে অভিহিত করা হয়েছে। ঐতিহাসিকদের মতে, কিংবদন্তির বিক্রমাদিত্য১. শকারী অথবা শকদের শত্র“ হিসেবে ২. তারা রাজসভায় কালিদাশ প্রমুখ ‘নবরত্ন ছিলেন ৩. উজ্জয়িনীতে তার রাজধানী ছিল এবং ৪. তিনি ‘বিক্রমাব্দ’ নামে একটি অব্দের (ঊৎধ) প্রবর্তক ছিলেন এবং ইতিহাসের দ্বিতীয় চন্দ্রগুপ্ত ১. শকদের শত্র“ ছিলেন এবং তিনি যে পশ্চিম ভারতে তাদের শাসনের অবসান ঘটিয়েছিলেন তার প্রমাণ লিপি ও মুদ্রা হতে পাওয়া যায়। ২. চন্দ্রগুপ্ত নবরত্নেই পৃষ্ঠপোষক ছিলেন। বীরসেনা নামক প্রখ্যাত কবি তার মন্ত্রী ছিলেন। কবি কালিদাশও তার সভাকবি ছিলেন। কিন্তু নবরত্নে র সবাই তার সমসাময়িক ছিলেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। ৩. পাটলিপুত্র ছিল চন্দ্রগুপ্তের রাজধানী এবং উজ্জয়িনী ছিল সাম্রাজের একটি গুরুত্বপূর্ণ শহর। পশ্চিম-ভারত জয় করার পর শাসনকার্যের সুবিধার জন্য চন্দ্রগুপ্ত উজ্জয়িনীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন।

সর্বশেষ খবর