শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আবারও পুলিশ হত্যা

জননিরাপত্তার জন্য অশনি সংকেত

রাজধানীতে মাত্র ১৩ দিনের ব্যবধানে আরও একটি চেকপোস্টে সশস্ত্র পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর আশুলিয়ায় রাইফেলধারী তিন পুলিশের সামনে দুজন দুবর্ৃৃত্ত চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মুকুল হোসেন (২৪) নামের এক পুলিশ কনস্টেবলকে হত্যা এবং অন্য একজনকে গুরুতর আহত করলেও তারা দুর্বৃত্তদের প্রতিহত করার বদলে পালিয়ে গিয়ে যে কাপুরুষতার পরিচয় দিয়েছেন তা দুর্ভাগ্যজনক। স্মর্তব্য, ২২ অক্টোবর রাজধানীর ব্যস্ত এলাকা গাবতলী চেকপোস্টে সশস্ত্র পুলিশ সদস্যদের সামনে পুলিশের এক এএসআইকে কুপিয়ে হত্যা করে এক দুর্বৃত্ত। সে ঘটনার রেশ না কাটতেই আবারও পুলিশ হত্যা এবং অন্য পুলিশ সদস্যদের কাপুরুষোচিত ভূমিকা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী দুটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আশুলিয়া চেকপোস্টে আসে। একটি মোটরসাইকেল থেকে দুজন নেমে দুই পুলিশের ওপর হামলা চালায়। হামলার পর তারা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিলেও অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন হামলার ৩০ মিনিট পর। চেকপোস্টে দায়িত্ব পালনকারী পাঁচজনই ছিলেন শিল্প পুলিশের সদস্য। তাদের মধ্যে গুরুতর আহত নূরে আলমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার মুখে দৌড়ে পালাতে গিয়ে আহত তিন কনস্টেবলকে ঢাকায় পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হত্যার পর আশুলিয়া থানার এক উপ-পরিদর্শককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি ওই চেকপোস্টে রাতের দায়িত্বে ছিলেন এবং দায়িত্ব শেষ হওয়ার আধা ঘণ্টা আগে চেকপোস্ট ত্যাগ করেন। দুই বিদেশি নাগরিক হত্যা, গাবতলীর চেকপোস্টে পুলিশ হত্যা ও আশুরার তাজিয়া মিছিলে গ্রেনেড হামলার ঘটনায় সারা দেশের জনমনে যখন আতঙ্ক বাসা বেঁধেছে তখন আশুলিয়ায় চেকপোস্টে সশস্ত্র পুলিশ সদস্যদের ওপর দুর্বৃত্তদের হামলা এবং কুপিয়ে হতাহত করার ঘটনা জন-উৎকণ্ঠাকে আরও ঘনীভূত করেছে। বিশেষত সশস্ত্র পুলিশ সদস্যদের সামনে তাদেরই দুই সদস্যের ওপর হামলার পরও প্রতিরোধ না করার ঘটনাকে অশনি সংকেত বলে অভিহিত করা যায়।  পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও দায়িত্ব পালনে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে যে ফাঁক রয়েছে হামলার মুখে তাদের কিংকর্তব্যবিমূঢ় আচরণ তারই প্রমাণ। আমরা আশা করব এ জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর