শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ভেষজ

ভাইরাস প্রতিরোধে

ভাইরাস প্রতিরোধে যষ্টিমধুতে বিদ্যমান গ্লিসাইরিজিন ভাইরাসের বৃদ্ধি রোধ এবং T-লিস্ফোসাইট ও NK কোষের কার্যকারিতা বৃৃদ্ধির মাধ্যমে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে। এ প্রক্রিয়ার মাধ্যমে যষ্টিমধু আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও হেপাটাইটিস বি ভাইরাসের হাত থেকে রক্ষা করে। যকৃৎ সুরক্ষায় আধুনিককালের গবেষণায় যষ্টিমধুর যকৃৎ প্রতিরক্ষাকারী গুণের প্রমাণ পাওয়া যায়। গবেষণা থেকে জানা যায়, যষ্টিমধু এসপারটেট এমিনো ট্রান্সফারেজ, এলানিন এমিনো ট্রান্সফারেজ, ল্যাকটেট ডিহাইড্রোজেনে এর মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের লিভার বা যকৃৎ সুস্থ রাখে। শুধু তা-ই নয়, এটি আমাদের লিভার বা যকৃৎকে কার্বন-ট্রেটাকোরাইড, ক্যাডমিয়ামসহ অন্যান্য বিষাক্ত বস্তুর হাত থেকেও আমাদের রক্ষা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃৃদ্ধিতে যষ্টিমধু আমাদের কোষীয় ও অ্যান্টিবডিনির্ভর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। ফলে আমাদের দুর্বলতা নিরসনে ও রোগ প্রতিরোধে যষ্টিমধু কার্যকর ভূমিকা পালন করে। লোকজ ব্যবহার যষ্টিমধু এক অসাধারণ ভেষজ, যার লোকজ ব্যবহারের ঐতিহ্য অনেক পুরনো। 

-ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর