রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্যারিসে সন্ত্রাসী হামলা

জঙ্গিবাদ দমনে চাই সব জাতির অভিন্ন কর্মপন্থা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিজ জঙ্গি হামলায় প্রায় দেড়শ মানুষ নিহত হয়েছে। শুক্রবার রাতের এই সন্ত্রাসী হামলাকে নাইন-ইলেভেনের পর সবচেয়ে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। শুক্রবার রাতের এই হামলায় বাতাক্লান কনসার্ট হলেই মারা গেছেন অন্তত ১১৮ জন। প্যারিসের জাতীয় স্টেডিয়ামের পাশে এক পানশালায়ও হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় স্টেডিয়ামে ফ্রান্স ও জার্মানির মধ্যে খেলা চলছিল। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁও খেলা দেখছিলেন। ঘটনার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে ফ্রান্সজুড়ে। দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, একে-৪৭ বন্দুক নিয়ে সন্ত্রাসীরা কনসার্ট হলে হামলা চালায়। তারা প্রায় ১০০ জনকে জিম্মি করে। ফ্রান্সে এমন এক সময় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটল যখন আসন্ন জলবায়ু সম্মেলনকে সামনে রেখে প্যারিসে সতর্কাবস্থা বিরাজ করছিল। সিরিয়া ও ইরাকভিত্তিক ইসলামী স্টেট বা আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত জোটে ফ্রান্স অন্যতম অংশীদার। আইএসের লক্ষ্যস্থলে ফরাসি বিমানও বেশ কয়েকবার হামলা চালিয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী সিরিজ হামলা আবারও প্রমাণ করল কোনো দেশই সন্ত্রাসবাদের হুমকি থেকে মুক্ত নয়। সতর্কাবস্থায় থেকেও সন্ত্রাসী হামলা এড়ানো যে কঠিন হয়ে পড়ে সে সত্যটিও নতুন করে প্রমাণিত হলো।  বস্তুত সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা এবং কোনো জাতি যেহেতু এ আপদ থেকে মুক্ত নয় সেহেতু এর মোকাবিলায় দুনিয়ার সব দেশ এবং জাতির অভিন্ন কর্মপন্থা গ্রহণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি সন্ত্রাসবাদ মোকাবিলায় পশ্চিমা বিশ্ব সঠিক কর্মপন্থা গ্রহণের বদলে বহুক্ষেত্রে শঠতার নীতি গ্রহণ করায় এ ঘৃণ্য দৈত্য দিনে দিনে শক্তি সঞ্চয়ের সুযোগ পাচ্ছে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে আন্তরিক হলে যেসব কারণে এ আপদ থাবা বিস্তারের সুযোগ পাচ্ছে তার গ্রন্থিমোচনে এগিয়ে আসতে হবে। ধর্মকে আশ্রয় করে এর অপব্যাখ্যার মাধ্যমে জঙ্গিবাদ যেহেতু থাবা বিস্তারের চেষ্টা করছে সেহেতু ধর্মের সঙ্গে জঙ্গিবাদের যে দূরতম সম্পর্কও নেই সে সত্যটি তুলে ধরে জঙ্গিবাদের বিরুদ্ধে মনস্তাত্তি¡ক লড়াই জোরদার করাই হবে বাঞ্ছনীয়।

সর্বশেষ খবর