মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

মালিক কাফুর ষড়যন্ত্র

আলাউদ্দিনের ছেলের অনুপযুক্ততা, মন্ত্রীদের ষড়যন্ত্র ও কাফুরের কূটকৌশলের ফলে খলজি বংশের পতন অনিবার্য হয়ে ওঠে। মালিক কাফুর ক্ষমতা দখল করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সুলতানের ওপর ছিল তার অসীম প্রভাব। সুলতানের মৃত্যুর আগেই তিনি সুলতানকে তার দুই ছেলে খিজির খান ও সাহদি খানকে ষড়যন্ত্রের অপরাধে বন্দী করতে এবং শিশু পুত্র শিহাবউদ্দিনকে উত্তরাধিকার দানের জন্য বাধ্য করেন। কারাগারে খিজির খান ও সাহদি খানকে অন্ধ করে রাখা হয়। তাদের মাকে তিনি জোরপূর্বক বিয়ে করেন এবং তার প্রিয়জনকে তিনি সরকারি উচ্চপদে বহাল করেন। কিন্তু অধিককাল তিনি এ পাপপূর্ণ জীবনযাপন করতে পারেননি। প্রাসাদরক্ষী একজন সৈনিক তাকে হত্যা করে। আলাউদ্দিনের তৃতীয় ছেলে মুবারক শিহাবউদ্দিনের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন। অল্পকাল পরই মুবারক তার শিশু ভাইকে অন্ধ ও সিংহাসনচ্যুত করে ১৩১৬ খ্রিস্টাব্দে নিজে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর