শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গণপিটুনিতে ডাকাত হত্যা

আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দুর্ভাগ্যজনক

ডাকাত সন্দেহে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকায় আটজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পুরিন্দা বাজারের প্রহরী এবং পুলিশ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরবেলা পুরিন্দা বাজারের দুই প্রহরীকে বেঁধে রেখে ডাকাত দল একটি চালের আড়তের তালা ভাঙে। তারা তাদের সঙ্গে নিয়ে আসা ট্রাকে চালের বস্তা তুলতে থাকে। এ সময় একজন প্রহরী কৌশলে তার বাঁধন খুলে পালিয়ে যেতে সক্ষম হয় এবং গ্রামে গিয়ে খবর দেয়। গ্রামের মসজিদ থেকে মাইকে ডাকাতির ঘটনা প্রচার হলে শত শত লোক বেরিয়ে এসে ডাকাত দলকে ধাওয়া করে। অন্তত আধা কিলোমিটার ধাওয়া করে ডাকাত দলের সদস্যদের তারা কচুরিপানা, মজা পুকুরসহ বিভিন্ন স্থান থেকে ধরে পিটানো শুরু করে। এর ফলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারায়। আহত পাঁচজনকে পুলিশ উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে আরেকজন মারা যায়। আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনি দিয়ে যাদের হতাহত করা হয়েছে তারা যত বড় অপরাধীই হোক কাউকে বিনাবিচারে শাস্তি দেওয়া বা আইন হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর গাফিলতি ও বিচারহীনতার সংস্কৃতি মানুষের আস্থায় এমনই চির ধরেছে যে, তারা সুযোগ পেলেই আইন হাতে তুলে নিয়ে নিজেরাই অপরাধীদের শাস্তি নিশ্চিতের চেষ্টা করছে। মাত্র কয়েক দিন আগে পুরিন্দা বাজারে ডাকাত দল ২০০ বস্তা চাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ চাল উদ্ধার কিংবা ডাকাত দলের কাউকে গ্রেফতার করতে পারেনি। যা এলাকাবাসীকে ক্ষুব্ধ করে তোলে এবং তার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবারের নৃশংস ঘটনার অবতারণা হয়। গত এক বছরে দেশে অন্তত ১২৩ জন গণপিটুনিতে নিহত হয়েছে। নানা অভিযোগে গণপিটুনি দেওয়া হলেও তাদের কেউ কিংবা সবাই যে অপরাধী তা হলফ করে বলার অবকাশ নেই। যে কোনো অপরাধের শাস্তি অবশ্যই কাম্য এবং তা বিচারের মাধ্যমেই নিশ্চিত হওয়া উচিত। আইন হাতে নেওয়ার প্রবণতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে মনোযোগী হতে হবে। গণপিটুনি বা আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ঠেকানোর সেটিই প্রকৃষ্ট উপায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর