রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিচিত্রিতা

সিন্দুহিন্দ

খলিফা মনসুরের সময় আব্বাসীয়া খেলাফত জ্ঞান-বিজ্ঞানের বিস্তারে ভূমিকা রাখে। সে সময় কয়েকজন হিন্দু পণ্ডিত বাগদাদ সফর করেন। তারা জ্যোতির্বিদ্যার ওপর ‘সিদ্ধান্ত’ নামে একটি সংস্কৃত গ্রন্থ সঙ্গে নিয়ে আসেন এবং গণিতবেত্তা আল-ফাজারির নেতৃত্বাধীন আরব পণ্ডিতদের একটি দলের কাছে তা উপস্থিত করেন। ভারতীয় পণ্ডিতদের সহায়তায় আরবীয় পণ্ডিতরা সিদ্ধান্তকে আরবি ভাষায় অনুবাদ করেন এবং এর নাম দেন ‘সিন্দুহিন্দ’। সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা ছিলেন ব্রহ্মগুপ্ত। সিদ্ধান্তের মতো জ্যোতির্বিদ্যার ওপর আরও দুটি সংস্কৃত বই আরবিতে অনূদিত হয়। হিন্দু সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার ফলে বহু মুসলমান জ্যোতির্বিদ্যার প্রতি আগ্রহী হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর