মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সন্ত্রাসীদের সামাল দিন

সুষ্ঠু পৌর নির্বাচনে ইসির দৃঢ় ভূমিকা কাম্য

স্থানীয় সরকার নির্বাচনে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের দাপট অতীতেও অনুভূত হয়েছে এবং আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে তার আলামত লক্ষ্য করা যাচ্ছে। অসৎ প্রার্থীদের কেউ কেউ ভোটারদের বদলে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের ভরসা করে নির্বাচনী বৈতরণী পাড়ি দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলেই মনে হয়। ইতিমধ্যে কোনো কোনো পৌরসভায় সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের মহড়াও লক্ষ্য করা যাচ্ছে। অসৎ প্রার্থীরা নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ওপর নিজেদের আধিপত্য বজায় রাখতে সন্ত্রাসীদের ভাড়া করছে এমন খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। নির্বাচন হলো জনগণের উৎসব। এটি তখনই উৎসবে পরিণত হয় যখন নির্বিঘ্নে ভোটদানের অধিকার সংরক্ষিত থাকে। নির্বাচনে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের দাপট সে উৎসবে ব্যত্যয় ঘটায়। নির্বাচনের রায়ে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হবে কি হবে না তা নির্ভর করে নির্বাচনে ভোট গ্রহণ পর্ব কতটা শান্তিপূর্ণ হবে তার ওপর। সেদিক থেকে নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের আনাগোনা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, উদ্বেগজনক ঘটনা। আমরা আশা করব এ ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ভোট কেন্দ্রের শান্তি-শৃঙ্খলায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের সামাল দিতে সম্ভাব্য সব কিছুই করবেন। সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের ভাড়া করে যারা নির্বাচনের রায় নিজেদের পক্ষে আনার অভিলাষে লিপ্ত তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা সমালোচনা থাকলেও নির্বাচনী বিধি মেনে চলার ব্যাপারে তারা এ যাবৎ বেশ কার্যকর পদক্ষেপ নিয়েছে। নির্বাচনে প্রভাব বিস্তারের অপচেষ্টা রোধে বেশ কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করা হয়েছে। কাউকে কাউকে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশ না নেওয়ার নির্দেশনা দানও ছিল একটি সাহসী সিদ্ধান্ত। আমরা আশা করব পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন এ দৃঢ়তা বজায় রাখবে। কথায় বলে— সব ভালো যার শেষ ভালো তার। নির্বাচনে যাতে জনরায়ের প্রতিফলন ঘটে তা নিশ্চিত করতে শেষ মুহূর্তগুলোয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও বেশি নজরদারি রাখতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই নির্বাচন কমিশন কাউকে ছাড় দেবে না— আমরা এমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর