মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

গিয়াসউদ্দিনের মৃত্যু

বঙ্গদেশ থেকে ফিরে আসার পর ১৩২৫ খ্রিস্টাব্দে কাঠের তৈরি একটি ঘরের পতনের ফলে সুলতান গিয়াসউদ্দিনের মৃত্যু হয়। জুনা খান (উলুঘ খান) আফগানপুরে তার বিজয়ী পিতাকে সংবর্ধনা জানানোর জন্য এ ঘর নির্মাণ করেছিলেন। ইতিহাসবিদদের মধ্যে গিয়াউদ্দিনের মৃত্যুর ব্যাপারে মতভেদ রয়েছে। ইবনে বতুতার মতানুসারে পুত্রের ষড়যন্ত্রের ফলেই সুলতানের মৃত্যু হয়। জুনা খান ঘরটি এমনভাবে নির্মাণ করেন যাতে হাতির স্পর্শ লাগতেই এর পতন  ঘটে। কিন্তু জিয়াউদ্দিন বারানির মতে, বজ্রপাতে ঘরের পতন হয় এবং এতে সুলতানের মৃত্যু ঘটে। সমসাময়িক এবং পরবর্তী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ঘরটির পতনের ব্যাপারটি ছিল সম্পূর্ণ আকস্মিক এবং পিতার মৃত্যুর ব্যাপারে জুনা খান সম্পূর্ণ নির্দোষ ছিলেন। যুবরাজ জুনা খান সুলতানের পুত্রদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ছিলেন এবং তিনিই ছিলেন সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। সিংহাসনের জন্য আর কোনো দাবিদার ছিল না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর