রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

মুহম্মদ বিন কাসিমের সাফল্য

মুসলমানরা সহজে অতি অল্প সময়ের মধ্যে সিন্ধু জয় করতে সমর্থ হন। মুসলমানদের এই সাফল্যের অনেকগুলো কারণ ছিল। ভারতীয়দের মধ্যে অনৈক্য এবং রাজা দাহিরের কুশাসন মুহম্মদ বিন কাসিমের বিজয়ের পথকে সহজ করেছিল। শাসক ও শাসিতের মধ্যে সহানুভূতি ও সৌহার্দ্য ছিল না। দাহিরের বিরুদ্ধে সিন্ধুর বৌদ্ধ ও জৈনদের অনেক অভিযোগ ছিল এবং সেজন্য বিপদের দিনে তারা দাহিরকে সাহায্য করেনি, বরং অনেকেই মুহম্মদ বিন কাসিমের দলে যোগদান করে। দ্বিতীয়ত, অধিকৃত অঞ্চলে আরবদের উদারনীতি গ্রহণ করার ফলে অনেকেই বিনাযুদ্ধে আত্মসমর্পণ করে। অধিকন্তু জাঠ, শেঠ প্রভৃতি স্থানীয় সম্প্রদায় নানাভাবে লাঞ্ছিত ও নির্যাতিত হওয়ায় তারা স্থানীয় শাসকের সঙ্গে সহযোগিতা না করে আক্রমণকারীদের পক্ষাবলম্বন করে। এতে মুসলমানদের শক্তি বহুগুণে বেড়ে যায়। তৃতীয়ত, সুদক্ষ যোদ্ধা হলেও রাজা দাহির অত্যন্ত অদূরদর্শী ছিলেন।

সর্বশেষ খবর