বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

জেনিসারি গঠন

সুলতান মুরাদের কৃতিত্বের অন্যতম প্রধান ভিত্তি ছিল ‘জেনিসারি’ নামক একটি নতুন সেনাবাহিনী গঠন। এই সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা সম্বন্ধে কতিপয় ঐতিহাসিক নানাবিদ মন্তব্য করেন। কেউ কেউ মনে করেন যে, মুরাদের পিতা অরখান জেনিসারি গঠন করেন; কিন্তু গীবন বলেন, সুলতান মুরদাই সর্বপ্রথম একটি স্থায়ী প্রশিক্ষণপ্রাপ্ত, নিয়মিত বেতনভুক্ত সেনাবাহিনী গঠন করেন, যা ‘জেনিসারি’ নামে পরিচিত। ওসমানের সময়ে সৈন্যবাহিনীতে জায়গীরদারদের সংখ্যা অত্যধিক ছিল। কিন্তু রাজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য অরখান পদাতিক ও অশ্বারোহী বাহিনী সৃষ্টি করেন। বলা বাহুল্য, ভূমির ওপর নির্ভরশীল সেলজুক জায়গীর প্রথার ওপর ভিত্তি করে এটা গঠিত হয়। এরা ইউরোপের মধ্যযুগের ‘নাইটদের’ সমতুল্য ছিলেন। এ ছাড়া প্রয়োজনে অনিয়মিত বেতনভুক্ত সৈন্যদল গঠন করা হয়। অরখান পর্যন্ত তুর্কি বাহিনীতে কেবল তুর্কিদের স্থান ছিল। সাম্রাজ্যের বিস্তৃতির সঙ্গে সঙ্গে মুরাদ উপলব্ধি করেন যে, ভূমির ওপর নির্ভরশীল সিপাহিদের পক্ষে রাজ্য জয় করা সম্ভবপর নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর