শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ঘুষ দুর্নীতির দৌরাত্ম্য

শুধু বেতন বৃদ্ধি নয় অভ্যাসও পাল্টাতে হবে

ঘুষ দুর্নীতি অসততা জনজীবনে দুষ্ট গ্রহ হয়ে দেখা দিয়েছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে। সরকারি কর্মচারীরা যে বেতন-ভাতা পান তা আসে জনগণের দেওয়া ট্যাক্স থেকে। এর বিনিময়ে সাধারণ মানুষ পায় রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা। পায় সরকারি সেবা পাওয়ার অধিকার। কিন্তু সে সেবা পেতেও দিতে হয় ঘুষ। ঘুষ-দুর্নীতির দৌরাত্ম্য এতটাই সর্বগ্রাসী রূপ ধারণ করেছে যে বলা হয়, এক মন্ত্রণালয় অর্থ ছাড় পেতে অন্য মন্ত্রণালয়কে ঘুষ দিয়েছে এমন নজিরও নাকি আছে। দুর্নীতির বরপুত্ররা কতটা নীতিহীন হতে পারে তার প্রমাণ সরকারি কর্মচারীদের পেনশন মঞ্জুরের ঘটনা। অবসরপ্রাপ্ত প্রাক্তন সহকর্মীকেও তারা নাকে দড়ি দিয়ে ঘোরায় উেকাচ পাওয়ার জন্য। দুর্নীতিবাজরা কতটা মানবিক চেতনাহীন হতে পারে গরিব-দুঃখীদের নামে সরকারি ত্রাণের ভিজিএফ কার্ড বরাদ্দের সময়ও ঘুষ গ্রহণের ঘটনা তারই প্রমাণ। বলা হয়, এমন কোনো মন্ত্রণালয় নেই যেখানে ঘুষ নেই। ঘুষ দুর্নীতি রোধের দায়িত্ব যাদের, দুর্নীতির দিক থেকে তারা সবার চেয়ে এগিয়ে। আদালত প্রাঙ্গণেও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য। বিচারকের স্বাক্ষর জাল করে জামিন দেওয়াসহ অসংখ্য ঘটনায় তা প্রমাণিত। বাংলাদেশে বিনিয়োগের সব পূর্বশর্ত অনুকূলে থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত পর‌্যায়ে উন্নীত হচ্ছে না লালফিতার দৌরাত্ম্যের কারণে। এ দেশে ফুয়েল অর্থাৎ উেকাচ না দিলে কোনো ফাইলই নড়ে না। উন্নত দেশের মানুষ এই নোংরা খেলায় অভ্যস্ত নয় বলেই তারা বিনিয়োগ করতে এসেও ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। বলা হয়, ঘুষ না দিলে প্রধানমন্ত্রীর সুপারিশও কার্যকর হয় না। চলতি শতাব্দীর শুরুতে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব শিরোপা অর্জন করেছিল। কয়েক বছর ধরে ১২, ১৩, ১৪ অবস্থানে ঘুরপাক খাচ্ছে। চলতি বছরও দুর্নীতিতে ১৩তম স্থান লাভ করেছে বাংলাদেশ।  দুর্নীতির কবল থেকে রেহাই পেতে হলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিই যথেষ্ট নয়, যে অপ-অভ্যাস তাদের এক বড় অংশের মধ্যে বাসা বেঁধেছে তার অবসান ঘটাতে হবে। দুর্নীতি রোধে নিতে হবে কঠোর ব্যবস্থা। সর্বাত্মক নজরদারির উদ্যোগও নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর