বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জামিন জালিয়াতি

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জাল কাগজপত্র তৈরি করে জামিন নেওয়ার ঘটনা দেশের নিম্ন আদালতগুলোতে দীর্ঘদিন ধরে চলছে এবং আদালতের কিছু কর্মচারীর কারসাজিতে যে এ অনাচার চলে আসছে তা ওপেন সিক্রেট। তাজ্জব হলেও সত্যি, জালিয়াতচক্রের সদস্যরা দেশের উচ্চ আদালতেও তাদের থাবা বিস্তার করতে সমর্থ হয়েছে। বাংলাদেশ প্রতিদিনে ‘জামিন জালিয়াতির রেকর্ড’ শীর্ষক প্রতিবেদনে এ সম্পর্কে যে তথ্য প্রকাশ পেয়েছে তা শিহরিত হওয়ার মতো। রাজধানীতে গত বছরের ১৬ আগস্ট ১ লাখ ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়ে মাদকচক্রের সদস্যরা। এ ব্যাপারে পাঁচজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলাও করা হয়। হাইকোর্টে জামিন নেওয়ার সময় যে ভুয়া কাগজপত্র দাখিল করা হয় তাতে জজ আদালতের নকল সিলের পাশাপাশি আইনজীবীদের স্বাক্ষরও রয়েছে। হাইকোর্টে দাখিলকৃত জামিনের আবেদনে মামলার সব কাগজপত্র ঠিক রেখে জব্দকৃত ইয়াবার সংখ্যা ১ লাখ ১৭ হাজারের বদলে শুধু ১৭৭ পিস দেখানো হয়। গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। হাইকোর্টে জামিনের আবেদনে কাগজপত্র জালিয়াতি করে দেখানো হয় ৮০ পিস। এ মামলায় জামিন পাওয়া আসামিরা কারাগার থেকে ছাড়া পাওয়ার আগেই বিষয়টি ধরা পড়ে। ভুয়া কাগজপত্র তৈরি করে আদালত থেকে জামিন নেওয়ার ঘটনা যেমন প্রায়ই ঘটে তেমনি জামিন পেয়ে আসামির উধাও হওয়ার ঘটনাও কম নয়। জালিয়াতির মাধ্যমে জামিন নেওয়ার ঘটনায় আদালত সংশ্লিষ্ট অসৎ কর্মচারীরা যেমন জড়িত তেমনি জড়িত অসৎ আইনজীবীরাও। মনে করা হয় সংঘবদ্ধ একটি চক্র জামিন জালিয়াতির সঙ্গে জড়িত। এ জালিয়াতচক্রের অপতত্পরতা আদালতের সুনামকে যেমন প্রশ্নবিদ্ধ করছে তেমনি বিঘ্নিত করছে জননিরাপত্তা। আমরা আশা করব জামিন জালিয়াতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে। জালিয়াতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন নিশ্চিত হওয়া উচিত তেমনি তারা যাতে আদালত প্রাঙ্গণে অপতত্পরতা চালানোর সুযোগ না পায় তাও নিশ্চিত করতে হবে। এ প্রক্রিয়ার সঙ্গে কোনো আইনজীবী জড়িত থাকলে তার সনদ বাতিলের কথা ভাবতে হবে।  আদালতের পবিত্রতা এবং বিচারব্যবস্থার সুনামের জন্য বিড়ম্বনা সৃষ্টির যে কোনো অপতত্পরতা কঠোরভাবে রোধ আদালত সংশ্লিষ্ট সবার কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর