সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

ক্রুসেডের কারণ

ক্রুসেডের অন্যতম কারণ ছিল মুসলমানদের হস্ত থেকে বায়জানটাইন সাম্রাজ্যের রাজধানীকে রক্ষা করা (১২০২-৪) এবং খ্রিস্টানদের এশিয়া মাইনর অধিকার করা। ক্রুসেডাররা ১০৯৭ খ্রিস্টাব্দে এশিয়া মাইনরের সেলজুক রাজ্যের রাজধানী নাইসিয়া অধিকার করেন। খ্রিস্টানদের এ সামরিক সাফল্য তুর্কিদের ইউরোপ অভিযান তিন শতাব্দী পর্যন্ত বিলম্বিত করে। ত্রয়োদশ শতাব্দীতে অটমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পরেই কনস্টান্টিনোপল বিজয়ের প্রচেষ্টা শুরু হয় এবং ওসমান থেকে দ্বিতীয় মুরাদ পর্যন্ত সুলতানরা বায়জানটাইনের রাজধানী অধিকারের ব্যর্থ প্রচেষ্টা করেন। কিন্তু এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, বায়েজিদ গ্রিক সম্রাটকে শক্তিহীন করেন এবং তাকে কর দিতে বাধ্য করা হয়। প্রাইসের মতে, ১৪৫৩ খ্রিস্টাব্দে দ্বিতীয় মুহম্মদ শাসনভার গ্রহণ করার সময় দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং নিকট-এশিয়ায় অটমান তুর্কিদের আধিপত্য সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয়। পূর্ব এবং পশ্চিম দিকে তুর্কি অঞ্চল দ্বারা পরিবেষ্টিত কেবল কনস্টান্টিনোপল শক্তিশালী বায়জানটাইন সাম্রাজ্যের ভগ্নাবশেষ হিসেবে বিদ্যমান ছিল।’ কনস্টান্টিনোপল বিজয়ের গৌরব অর্জন করেন দ্বিতীয় মুহম্মদ। এই অসামান্য সামরিক কৃতিত্বের জন্য তিনি ‘বিজেতা’ উপাধি লাভ করেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর