রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সাইবার প্রতারক চক্র

বিদেশিদের ওপর নজর রাখুন

রাজধানীতে ১২ বিদেশিসহ সাইবার প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ট্যাংগো ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আর্থিকভাবে সচ্ছল তরুণ বা তরুণীকে বন্ধুত্বের ফাঁদে ফেলত প্রতারক চক্রের সদস্যরা। তারপর তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত তারা নানা কৌশলে। অপরাধী চক্রের সদস্যদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল, ল্যাপটপ, ট্যাব, ওয়াইফাই, ডিভিডি, পাওয়ার ব্যাংক, পাসপোর্ট এবং বাংলাদেশি ও বিদেশি মুদ্রা আটক করা হয়েছে। আটককৃত বিদেশিদের সবাই নাইজেরিয়া, ক্যামেরুন ও কঙ্গোর নাগরিক। তাদের বেশির ভাগই বাংলাদেশে ভিসা ছাড়াই অবৈধভাবে অবস্থান করছিল। দীর্ঘদিন বাংলাদেশে বসবাস করার সুবাদে তাদের কেউ কেউ অনর্গল বাংলায় কথা বলার দক্ষতাও অর্জন করেছে। বিদেশি প্রতারক চক্রের সদস্যরা তাদের বাংলাদেশি সহযোগীদের সাহায্যে প্রতারণার শিকার খুঁজে বের করত। তারপর সম্ভাব্য শিকারের ফেসবুক আইডি বের করে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলত। ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার সময় তারা নিজেদের সুদর্শন এবং আমেরিকা বা ইউরোপের কোনো নাগরিক হিসেবে পরিচয় দিত। বন্ধুত্ব গাঢ় হওয়ার পর প্রেমের অভিনয় ও বিভিন্ন উপহার প্রেরণ করে সম্পর্কটাকে বিশ্বাসযোগ্য করে তোলা হতো। তারপর একপর্যায়ে প্রতারণার ফাঁদ পেতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত প্রতারক চক্র। আন্তর্জাতিক অনলাইন প্রতারক দলের ১৪ সদস্যকে গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে স্বস্তিদায়ক। এর আগে এটিএম কার্ড জালিয়াতির দায়ে আইনশৃঙ্খলা বাহিনী এক বিদেশি ও তার কয়েকজন সহযোগীকে গ্রেফতার করেছে। দুই ঘটনায় প্রমাণিত হয়েছে বিদেশি অপরাধী চক্র বাংলাদেশে দীর্ঘদিন ধরে সক্রিয়।  বিনা ভিসায় বছরের পর বছর অবস্থান করার অলিখিত সুযোগ সৃষ্টি হওয়ায় তারা এ দেশকে নিজেদের অপরাধ সংঘটিত করার মৃগয়া ক্ষেত্র হিসেবে ব্যবহারের সুযোগ পাচ্ছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এক্ষেত্রে সরকারকে কড়া হতে হবে। বিদেশিদের অবৈধ তত্পরতা বন্ধে কড়া নজরদারি নিশ্চিত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর