রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ঢাকার মশা

ঢাকার মশা

মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। দিনে মশা রাতে মাছি এই নিয়ে ঢাকায় আছি— এক সময় এ ধরনের একটি প্রবচন ছিল নগরবাসীর মুখে মুখে।  মাছি সাম্প্রতিক বছরগুলোতে উধাও হয়ে গেছে সব কিছুতে রাসায়নিক ব্যবহারের পরিণতিতে। ফলে রাজধানী ঢাকা এখন শুধু মশার নগরী। রাতে তো বটেই কোথাও কোথাও দিনের বেলায়ও মশার উৎপাতে টিকে থাকা দায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় মশার আক্রমণ। সবচেয়ে অসহনীয় পরিস্থিতির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। কয়েল জ্বালিয়ে, চড়া দামে কেনা মশার ওষুধ স্প্রে করেও রেহাই পাওয়া যাচ্ছে না। অনেক বাসাবাড়িতে দিনের বেলায়ও মশারির ভিতরে বসে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে তারা। দুই ঢাকা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের অবহেলা ও ব্যর্থতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। নগরীতে মশার রাজত্ব চললেও কর্তৃপক্ষ নির্বিকার। স্বাস্থ্য বিভাগের খাতাপত্রে বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন মশক নিধনের ওষুধ ছিটানোর হিসাব দেখানো হলেও বাস্তবে স্প্রে কর্মীদের দেখতে পান না এলাকাবাসী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধিবাসীরা জানান, মশক নিধন কর্মীদের চেহারা দেখা কিংবা মশা নিধনক ফগার মেশিনের শব্দ শোনা এখন কালেভদ্রে হয়ে থাকে। মিন্টু রোড, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, গুলশান, বনানী, বারিধারা কূটনৈতিক পল্লীসহ অভিজাত পাড়া-মহল্লায় মাঝেমধ্যে মশা নিধনের ওষুধ স্প্রে করা হলেও তা কাজে আসছে না। মশা নিধনে ঢাকা সিটি করপোরেশন কোটি কোটি টাকা ব্যয়ের বাজেট করলেও তার সিংহভাগ অপচয়ের অভিযোগ এখন ওপেন সিক্রেট। মশা নিধনে প্রতি বছর ব্যয় বাড়ানো হলে তার সুফল পাচ্ছে না নগরবাসী। মশা নিধনের যথাযথ উদ্যোগ না নেওয়ায় চলতি বছর ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধিরও আশঙ্কা করা হচ্ছে। নির্বাচিত সিটি করপোরেশনের কাছ থেকে নগরবাসী যেসব সেবা আশা করে মশার উৎপাত থেকে রক্ষা তার মধ্যে অন্যতম। কিন্তু এ ক্ষেত্রে আগের মতোই কিন্তু মশা হ-য-ব-র-ল পরিস্থিতি বিরাজ করছে। মশার প্রজনন ক্ষেত্র হিসেবে বিরাজ করছে রাজধানীর নোংরা ডোবা-নালাগুলো। রাজধানীর লাগোয়া ধারেকাছের ডোবা-নালাগুলোও মশা উৎপাদন বাড়িয়ে চলছে। ফলে মশার উৎপাত রাজধানীবাসীর ভাগ্যের লিখন হয়ে বিরাজ করছে। ম্যালেরিয়া এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের আতঙ্কে ভুগছে রাজধানীবাসী। রাজধানীর মশার উৎপাত সরকারের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে আনলেও তা দেখার যেন কেউ নেই। এ অবস্থার অবসান হওয়া দরকার।  মশক নিধনের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে যে ওষুধ কেনা হয় তা মানসম্মত কিনা সে বিষয়েও নজর দিতে হবে।

মোহাম্মাদ আবীর খান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর