সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

রাবি শিক্ষক হত্যা

খুনিদের চিহ্নিত ও আইনের আওতায় আনুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষককে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো। প্রতিদিনের মতো গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী বাড়ি থেকে বের হন ক্যাম্পাসে যাওয়ার জন্য। বাসভবনের খুব কাছেই তিনি যখন বাসের জন্য অপেক্ষা করছিলেন তখন অজ্ঞাত পরিচয় ঘাতকরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুপিয়ে ও গলা কেটে ঘাতকরা তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ড. রেজাউল করিম সিদ্দিকী নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন না। তবে সংস্কৃতিচর্চায় তিনি ছিলেন উৎসাহী। কোমলগান্ধার নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন তিনি। বাগমারার দরগামাড়িয়া গ্রামে সংগীতচর্চা কেন্দ্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন এ শিক্ষক। রাজশাহীতে গত এক যুগে চারজন শিক্ষক অপঘাতে প্রাণ হারিয়েছেন। ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ফজরের নামাজ পড়ে প্রাতঃভ্রমণের সময় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. ইউনূস হত্যায় রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। উচ্চ আদালতের নির্দেশে বিচারিক আদালতে মামলাটির পুনঃবিচারে দুই জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ড. এস তাহের আহমদকে হত্যা করা হয়। এ মামলায় হাইকোর্টে দুজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। তবে  পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের মূল হোতা ছাত্রশিবির সভাপতি রক্ষা পেয়ে যায় তৎকালীন সরকারের সহযোগিতায়। ২০০৪ সালের ১৫ নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক লালনভক্ত এ কে এম শফিউল ইসলাম লিলন নিহত হন নৃশংসভাবে। গত বছরের ১৭ ডিসেম্বর পুলিশ যুবদলের এক নেতা ও তার স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত শনিবারের সর্বশেষ হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিরপেক্ষ তদন্তে উদঘাটিত হতে পারে। তবে ইতিমধ্যে হত্যাকাণ্ডের দায় শিকার করেছে আইএস। আইএসের সংবাদ সংস্থা বলেছে, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষককে হত্যা করেছে। অধ্যাপক রেজাউল করিম হত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা সরকারের কর্তব্য। এ কর্তব্য পালনে তারা আন্তরিক হবেন আমরা এমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর