সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

ইস্কেন্দার বেগের বিদ্রোহ

আলবেনিয়ার দুর্ধর্ষ জাতীয় নেতা ইস্কেন্দার বেগ বিদ্রোহ করলে সুলতান দ্বিতীয় মুহম্মদ ১৪৬৭ খ্রিস্টাব্দে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। তার শোচনীয় পরাজয়ের ফলে আলবেনিয়া ও হারজেগোভিনা অটমান সাম্রাজ্যভুক্ত হয়। ১৪৭৬ খ্রিস্টাব্দে তুর্কি বাহিনীর সেনানায়ক কুন্দুক আহমদ ক্রিমিয়া অভিযান করেন এবং ৪০ হাজার বাহিনী সেনানায়ক কুদ্দুক আহমদ ক্রিমিয়া অভিযান করেন এবং ৪০ হাজার বাহিনী চার দিন অবরোধ করে তা দখল করে। মোঙ্গল বংশীয় তাতাররা এই অঞ্চলের মালিক ছিলেন এবং তুর্কিরা তাদের পরাজিত করে করদানে বাধ্য করে। এ সময় থেকে রুশ অভিযানের পূর্ব পর্যন্ত প্রায় তিন শতাব্দী ক্রিমিয়া তুর্কি সাম্রাজ্যের অধীনে ছিল। সুলতান মুহম্মদের সমরনীতির সাফল্য সম্বন্ধে দ্বিমতের অবকাশ নেই। তার অসামান্য কৃতিত্ব ছিল ‘আড্রিয়াটিকের বাণী’ নামে অভিহিত ভেনিস দখল। নৌশক্তি ও বাণিজ্য ক্ষেত্র হিসেবে ভেনিসের গুরুত্ব ছিল অপরিসীম। দীর্ঘদিন অবরোধের পর অটমান সেনাধ্যক্ষ ওমর পাশার নেতৃত্বে ১৪৭৭ খ্রিস্টাব্দে তুর্কিদের প্রচণ্ড আক্রমণ ভেনিস প্রতিরোধ করতে পারেনি এবং ইউরিয়া দুর্গের সেনাপতি পল ইরিজো আত্মসমর্পণ করতে বাধ্য হন।

সর্বশেষ খবর