রবিবার, ১ মে, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

তুর্কি বাহিনী

তুর্কি বাহিনী ভেনিসের রাজাকে পরাস্ত করে এবং তাকে সন্ধি করতে বাধ্য করা হয়। চুক্তির শর্তানুযায়ী বহিঃশত্রু দ্বারা তুর্কি সাম্রাজ্য আক্রান্ত হলে ভেনিস একশত রণতরী দ্বারা সাহায্য করে এবং অনুরূপভাবে সুলতান প্রয়োজনবশত ভেনিসকে এক লাখ অশ্বারোহী দ্বারা সাহায্য করবেন।

ভেনিসের সঙ্গে চুক্তি সম্পাদনের পর সুলতান ভূমধ্যসাগরী রোডস দ্বীপ দখলের পরিকল্পনা করেন। সেনাপতি মেসিহ পাশার নেতৃত্বে দেড়শত রণতরীবিশিষ্ট একটি শক্তিশালী নৌবহর সেন্ট জন নাইটদের দ্বারা অধিকৃত রোডস দ্বীপে পাঠান এবং ১৪৮০ খ্রিস্টাব্দে দ্বীপের শাসনকর্তা পিটার ডি. আবুসম পরাজয়বরণ করেন। কিন্তু নগর লুণ্ঠনকে কেন্দ্র করে সেনাপতির সঙ্গে সৈন্যদের মতবিরোধের ফলে অবরোধ তুলে ফেলা হয় এবং সেনাপতি মেসিহর অদূরদর্শিতার ফলে রোডস দ্বীপ তুর্কিদের হাতছাড়া হয়ে যায়।  এর ফলে এই দ্বীপ ১৫২৯ খ্রিস্টাব্দে সোলায়মান কর্তৃক অধিকৃত হওয়ার পূর্ব পর্যন্ত স্বাধীন ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর