রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

চার্লসের সন্ধি

১৫৬১ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সম্রাট চার্লস পুনরায় সন্ধি স্থাপন করেন এবং শর্তানুযায়ী ট্রান্স সিলভানিয়া ও হাঙ্গেরীয় পূর্বাঞ্চলে জেপোলিয়া এবং পশ্চিম হাঙ্গেরিতে কার্ডিন্যান্ড সোলায়মানের অধীনে শাসনকর্তা নিযুক্ত হন। কিন্তু জেপোলিয়ার মৃত্যুর পর ক্ষমতালোভী ফার্ডিন্যান্ড সমগ্র হাঙ্গেরিতে স্বীয় প্রতিপত্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন। অকস্মাৎ তার মৃত্যু হলে ফার্ডিন্যান্ডের উত্তরাধিকারী ও দ্বিতীয় পুত্র ম্যাক্সিমিলিয়ন সিংহাসনে উপবেশন করেন। স্বাধীনচেতা ম্যাক্সিমিলিয়ন তুর্কি সিংহাসনে  উপবেশন করেন। স্বাধীনচেতা ম্যাক্সিমিলিয়ন তুর্কি সার্বভৌমত্ব অস্বীকার করে কর দান থেকে বিরত থাকেন। ম্যাক্সিমিলিয়নের বিশ্বাসঘাতকতা ও দুরভিসন্ধির উপযুক্ত শিক্ষা প্রদানের জন্য সুলতান সোলায়মান বাহাত্তর বছর বয়সে পুনরায় অস্ত্র ধারণ করেন। ১৫৬৬ খ্রিস্টাব্দে তার নির্দেশে গঠিত ও নেতৃত্বে পরিচালিত তুর্কি বাহিনী হাঙ্গেরিতে সর্বশেষ যুদ্ধাভিযান করে। বস্তুত এটা ছিল হাঙ্গেরির সপ্তম এবং তার রাজত্বে ত্রয়োদশ সমরাভিযান। তিনি এমন দুর্বল ছিলেন, তাকে পালকিতে করে কনস্টান্টিনোপল থেকে হাঙ্গেরি নিয়ে যাওয়া হয়। যাত্রাকালে ক্রোটিয়া দখলের পর তুর্কি বাহিনী সিগেত দুর্গ অবরোধ করে। দুর্গাবাসী খ্রিস্টানরা নিকোলাসের নেতৃত্বে তৃর্কিদের প্রচণ্ড আক্রমণ ব্যর্থ করে। কিন্তু পরিশেষে সিগেত দুর্গ তুর্কিদের করতলগত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর