শিরোনাম
সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

মওদুদীর কৌশল

পাকিস্তান প্রতিষ্ঠার পর ইসলাম সম্পর্কে মওদুদী শুধু তার ভিন্ন মূল্যায়ন উপস্থাপনই নয়, তা বাস্তবায়নেও উঠে পড়ে লাগেন। এ জন্য তিনি একটি কর্মকৌশলও নির্ধারণ করেন। মওদুদী লিখিত ‘এ শর্ট হিস্টোরি অব দ্য রেভিভালিস্ট মুভমেন্ট অব ইসলাম’ গ্রন্থে (লাহোর ইসলামিক পাবলিকেশনস ১৯৬৩) বিষয়টি তুলে ধরা হয়েছে এভাবে— “প্রথমত মানবসত্তাকে  জাগ্রত করার জন্য মানুষের জীবন যাত্রা এবং নীতি নৈতিকতায় ইসলামিক চেতনাকে এমনভাবে গ্রোথিত করতে হবে যাতে একজন মানুষ তার চিন্তায়, আদর্শে কাজে, মূল্যবোধে এবং ব্যবহারে, সবকিছুতে যেন ইসলামের নিদর্শন থাকে। দ্বিতীয়ত, ইসলামকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করেছে এবং নিজেদের জীবনকে ইসলামিক জীবন বানিয়েছে তাদের সবাইকে একত্রিত করে রাষ্ট্রক্ষমতায় আরোহণের জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে।

তৃতীয়ত, যারা ইসলামের ছায়াতলে এসেছে এবং আগামীতে আসবে তারা ছড়িয়ে পড়বে তৃণমূলে, নিজেরা উদাহরণ সৃষ্টির মাধ্যমে ক্রমান্বয়ে আরও মানুষকে প্রশিক্ষিত করবে যাতে রাষ্ট্র ও সমাজের সর্বত্র ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তন করা যায় এবং তার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর