বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য

মুফতি মুহাম্মদ আল আমিন

মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য

দুনিয়াতে আমরা কত মানুষকে কত কারণে পছন্দ করি। সমর্থন করি এবং ভালোবাসি। নিজের স্বার্থে যাকে যতটুকু দরকার ব্যবহার করি। প্রয়োজন শেষে আবার ছুড়ে ফেলি। কাউকে চাকরির কারণে ভালোবাসি। কাউকে ব্যবসার কারণে পছন্দ করি। কাউকে রাজনৈতিক কারণে কাছে টানি। কাউকে আবার আত্মীয়তার সম্পর্কের কারণে মহব্বত করি। অর্থাৎ কারণ ছাড়া আমরা কেউ কাউকে পছন্দ করি না। কাছে টানি না। বিনা স্বার্থে কারও   খোঁজখবর রাখি না। একটা সময় ছিল যখন মুসলমান মুসলমানকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। কোনো বিনিময় ছাড়া এবং স্বার্থ ছাড়া একে অপরকে মহব্বত করত। ভালোবাসত এবং খোঁজখবর রাখত। একমাত্র আল্লাহর রাজি ও খুশির জন্য একজন আরেকজনের পাশে দাঁড়াত। সাহায্য-সহযোগিতা করত। এ কাজটি যদিও নামাজ, রোজা, হজ, জাকাতের মতো ফরজ ইবাদত নয়; তবু আল্লাহর দরবারে এর পুরস্কার অসীম। এ বিষয়ে প্রিয় নবী (সা.) ইরশাদ করেন, কিয়ামত দিবসে আল্লাহতায়ালা বলবেন, আমার মহান মর্যাদার উদ্দেশ্যে যারা একে অপরের সঙ্গে ভালোবাসা স্থাপন করেছে, তারা কোথায় আছে? আজ আমি তাদের আমার বিশেষ ছায়ায় আশ্রয় দান করব। আজ এমন দিন যে, আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই (মুসলিম)। হজরত মুআয ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি রসুল (সা.) কে বলতে শুনেছি। আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, যারা আমার রাজি খুশির লক্ষ্যে একে অপরকে ভালোবাসে, আমারই উদ্দেশে মজলিসে মিলিত হয়। আমারই উদ্দেশে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে এবং আমারই উদ্দেশে নিজেদের ধনদৌলত খরচ করে। তাদের জন্য আমার ভালোবাসা সুনিশ্চিত (মুআত্তা মালেক)। প্রিয় নবী (সা.) আরও বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা নবী ও শহীদ নন; কিন্তু কিয়ামত দিবসে আল্লাহতায়ালার কাছে তাদের মর্যাদা অবলোকন করে নবী ও শহীদগণও ঈর্ষা করবেন। সাহাবীগণ বললেন, ইয়া রসুলাল্লাহ! আমাদের কাছে বলুন, এরা কারা? তিনি তখন বললেন, এরা এরূপ এক সম্প্রদায়, যারা শুধু আল্লাহতায়ালার রুহ (অর্থাৎ কোরআনের সম্পর্ক) দ্বারা একে অপরকে ভালোবাসে। অথচ তাদের মধ্যে কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক নেই এবং তাদের পরস্পরের মধ্যে অর্থ সম্পদের কোনো লেনদেনও নেই। আল্লাহর কসম, তাদের মুখমণ্ডল হবে সমুজ্জ্বল এবং তারা উপবেশন করবে নূরের ওপর। যখন সব লোক ভীত-সন্ত্রস্ত থাকবে, তখন তারা কোনোরূপ দুশ্চিন্তাগ্রস্ত হবে না। অতঃপর তিনি এ আয়াতটি তেলাওয়াত করলেন : ‘জেনে রেখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনোরূপ ভয়ের কারণ নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না (আবু দাউদ)। প্রিয় পাঠক! এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবে তারা আল্লাহপাকের বন্ধু। উভয় জাহানে তাদের কোনো ভয় নেই।

লেখক :  খতিব, সমিতিবাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।

সর্বশেষ খবর