পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্বদানকারী দল মুসলিম লীগ নেতাদের ক্ষমতা লিপ্সা পাকিস্তানে গণতান্ত্রিক শাসন টিকিয়ে রাখার পথে অন্তরায় হয়ে দেখা দেয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মমতাজ দৌলতানা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আশায় শুরু করেন ষড়যন্ত্রের রাজনীতি। তিনি ধর্মীয় দলগুলোকে কাদিয়ানি বিরোধী আন্দোলনে নামার জন্য উস্কে দেন। পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী স্যার জাফরউল্লাহ খান ছিলেন কাদিয়ানি সম্প্রদায়ের সদস্য। তার পদত্যাগ ও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে দৌলতনার প্ররোচনায় মাঠে নামে ধর্মীয় দলগুলো। প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী।