শিরোনাম
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিদেশে অর্থ পাচার

গার্মেন্ট খাতে দুর্নীতির তদন্ত কাম্য

দেশ থেকে প্রতি বছরই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং তা জাতীয় দুর্যোগের নামান্তর। বিদেশে অসংখ্য বাংলাদেশির আলিশান বাড়ি, ফ্ল্যাট এবং বিদেশি ব্যাংকে বিপুল পরিমাণ সঞ্চয় রয়েছে, যে অর্থ পাচার হয়েছে অবৈধভাবে, সরকার তথা আইনের চোখকে ধুলো দিয়ে। অর্থ পাচারের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে গার্মেন্ট ব্যবসায়ীরা। অতি সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যে তথ্য দিয়েছেন তা পিলে চমকানোর মতো। তিনি বলেছেন, এক গার্মেন্ট ব্যবসায়ী ২৯৭ কনটেইনার তৈরি পোশাক রপ্তানি করলেও এর বিপরীতে দেশে একটি ডলারও আসেনি। পোশাক রপ্তানি থেকে আয় করা মূল্যবান এই বৈদেশিক মুদ্রা গেল কোথায়, এ প্রশ্নও তুলেছেন তিনি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থায়ী কমিটির সভাপতি বলেছেন, মানি লন্ডারিংয়ের পরিমাণ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মালয়েশিয়া, দুবাই ও কানাডায় সেকেন্ড হোম করেছেন। দুঃখজনক হচ্ছে, আমদানি-রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং-ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে কর ফাঁকি ও অর্থ পাচারের বিষয়ে দীর্ঘ সাড়ে সাত বছরে একজনের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা যায়নি। এ বিষয়ে উদাহরণস্বরূপ কিছু ব্যক্তির বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণ করে কমিটিকে অবহিত করারও সুপারিশ করেন তিনি। সংসদের স্থায়ী কমিটির সভার কার্যবিবরণীতে পোশাকশিল্প মালিকদের পণ্য রপ্তানি আয় দেশে না এনে বিদেশে রেখে দেওয়ার যে তথ্য উঠে এসেছে তা উদ্বেগজনক। প্রশ্ন উঠেছে, তৈরি পোশাকশিল্প মালিকরা পণ্য রপ্তানি করে সেই অর্থ দেশে ফেরত না এনে তাহলে কোথায় পাঠাচ্ছেন? সেই টাকা দিয়ে কী করছেন তারা? বিশেষজ্ঞদের মতে, বিষয়টি বাংলাদেশ ব্যাংক, কাস্টমস সবারই সমন্বিতভাবে খতিয়ে দেখা উচিত। নয়তো এ ধরনের অর্থ পাচার ভয়ঙ্করভাবে বেড়ে যাবে, যা দেশের বৈদেশিক মুদ্রার মজুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সংসদীয় কমিটির বৈঠকে একটি গার্মেন্টের অর্থ পাচারের তথ্য নিয়ে আলোচিত হলেও এ খাতের অন্তত ৪ হাজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রপ্তানি আয় ফেরত না আনা, শুল্ক ফাঁকি, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এবং বন্ডিং সুবিধার অপব্যবহারের অভিযোগ রয়েছে। আমদানি ও রপ্তানি খাতের দুর্নীতি বন্ধে সরকারকে কড়া হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর