মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আল্লাহকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে

আল্লামা মাহমূদুল হাসান

হজরত ইব্রাহিম (আ.) স্বপ্ন দেখলেন যে, তিনি সন্তানকে জবেহ করছেন। হজরত ইব্রাহিম (আ.) মনে মনে বললেন, হে আল্লাহ! আমি খুব কান্নাকাটি করে তোমার কাছে সন্তান চেয়েছিলাম। এ জন্য হয়তো তুমি আমাকে অগ্নিপরীক্ষা করছ যে, আমি তোমাকে বেশি ভালোবাসি না সন্তানকে? শোন তবে, মানবীয় চাহিদার কারণে আমি সন্তান চেয়েছিলাম, তার অর্থ এই নয় যে, আমি তাকে তোমার চেয়ে বেশি ভালোবাসি। বরং আমি যেমন তোমাকে সর্বাধিক ভালোবাসি, তদ্রূপ আমার ছেলেও তোমাকেই বেশি ভালোবাসে। জবেহের প্রতি সম্মতি জ্ঞাপন করেই সে এটা প্রমাণ করবে। অতঃপর তিনি সন্তানকে লক্ষ্য করে বললেন, আমি স্বপ্ন দেখেছি যে, তোমাকে জবেহ করছি। তাই বাস্তবে জবেহ করার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। এখন তোমার কিছু বলার থাকলে বল। ছেলে বলল, আব্বা! আপনি স্বপ্ন মনে করে বসে আছেন? দেরি করছেন কেন? আপনি যেটাকে স্বপ্ন মনে করছেন তা স্বপ্ন নয়, বরং সেটা আল্লাহর নির্দেশ। অতি সত্বর আপনি সে নির্দেশ বাস্তবায়ন করুন। লক্ষণীয়, আল্লাহর আদেশ পালনে পিতার চেয়ে যেন ছেলে আরও বেশি উদগ্রীব। এ জন্যই হয়তো আল্লাহপাক শেষ নবী মুহাম্মদ (সা.)-কে তার বংশে পাঠিয়েছেন। যা হোক, হজরত ইব্রাহিম (আ.) ইসমাইলকে শোয়ায়ে দিলেন। শোয়ানোর পর জবেহ করতে দেরি হচ্ছে দেখে ছেলে বলল, আব্বা! আমার চেহারা দেখলে আপনার দয়া হবে; তাই আপনার চক্ষু ও আমার চক্ষু বেঁধে ফেলুন, তারপর জবেহ করুন। বর্ণনায় এসেছে, জবেহ করার সময় যখন শক্ত অনুভব হচ্ছিল তখন ছেলে বলল, আমি উপুড় হয়ে শুই; তাহলে হয়তো সহজে জবেহ করতে পারবেন। কিন্তু পিতা সর্বতোভাবে চেষ্টা করছেন; কিন্তু কিছুতেই জবেহ হচ্ছে না। আল্লাহর আদেশ পূর্ণ করা যাচ্ছে না দেখে পিতা-পুত্র উভয়ে অত্যন্ত অস্থির হয়ে পড়লেন। এমনি মুহূর্তে জিব্রাইল (আ.) এসে বললেন, হে ইব্রাহিম! তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তোমার প্রচেষ্টা কবুল হয়েছে। সুবহানাল্লাহ।

এটাই হচ্ছে রেযা ও তাসলিমের নমুনা। আল্লাহ যে অবস্থায় রাখেন, তার ওপর রাজি ও খুশি থাকা এটা আধ্যাত্মিক সাফল্যের এক বিরাট বড় স্তর। হজরত ইব্রাহিম ও ইসমাইল (আ.) ছিলেন সেই স্তরের অগ্রপথিক। ইব্রাহিম (আ.) সম্পর্কে আল্লাহপাক বলেন— তিনি ছিলেন কবলে সালিম তথা একনিষ্ঠ অন্তকরণের অধিকারী। তাকে আল্লাহ যা নির্দেশ করেছেন তা নিয়ে কোনো বিতর্কে লিপ্ত হননি, একনিষ্ঠভাবে তা মেনে নিয়েছিলেন। তিনি তার প্রভুর ডাকে পরিপূর্ণরূপে সাড়া দিয়েছেন।

লেখক : খতিব, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ, ঢাকা।

সর্বশেষ খবর