শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনী মেগা বাজেট

সততার সঙ্গে বাস্তবায়ন কাম্য

দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট গত বৃহস্পতিবার সংসদে পাস হয়েছে দৃশ্যত সর্বসম্মতিক্রমে। ৪ লাখ কোটি টাকারও বেশি প্রস্তাবিত বাজেট আলোচনায় বিরোধী দল তো বটেই সরকারি দলের সদস্য এমনকি সিনিয়র মন্ত্রীরাও অর্থমন্ত্রীকে তুলাধোনা করেছিলেন ১৫ শতাংশ ভ্যাট আদায়ের নতুন আইন কার্যকর এবং ব্যাংক আমানতে শুল্কহার বাড়ানোর প্রস্তাবে। তবে প্রধানমন্ত্রী তার বাজেট আলোচনায় অর্থমন্ত্রীকে নতুন ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত এবং ব্যাংক আমানতের আবগারি শুল্ক হ্রাসের পরামর্শ দিলে হতাশার অন্ধকার কেটে যায়। বহুল সমালোচিত বাজেটই দেশের সর্বকালের সবচেয়ে কল্যাণমুখী বাজেট হিসেবে অভিহিত হওয়ার পথ খুঁজে পায়। মাসব্যাপী বিতর্ক শেষে গত বৃহস্পতিবার নতুন ভ্যাট আইন স্থগিত রেখে এবং ব্যাংক আমানতে আবগারি শুল্কহারসহ বেশকিছু পণ্যের আমদানি শুল্কহার কমিয়ে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস হয়েছে। ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাসের জন্য অর্থমন্ত্রী উপস্থাপন করলে কণ্ঠ ভোটে তা সর্বসম্মতিক্রমেই গৃহীত হয়। সরকারি দলের সদস্যরা এ সময় টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে সমর্থন জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উত্থাপিত টানা নবম বাজেটকে নিজের ‘সর্বশ্রেষ্ঠ বাজেট’ বললেও এবারই তাকে সবচেয়ে বেশি সমালোচনা সইতে হয়েছে। বিশেষ করে ভ্যাট আইন ও ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবে সমালোচনার মুখে পড়েন ৮৪ বছর বয়সী অর্থমন্ত্রী। বিরোধী দল তো বটেই নিজ দল আওয়ামী লীগ, এমনকি মন্ত্রিসভার সহকর্মীরাও অর্থমন্ত্রীর তির্যক সমালোচনা করেন। ৪ লাখ কোটি টাকার এই বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৩ কোটি টাকা, যার ১ লাখ ৫৩ হাজার ৩৩৩ কোটি যাবে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। আর অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৩ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত অনুন্নয়ন বাজেটের চেয়ে ২১ শতাংশ বেশি। নির্বাচন সামনে রেখে প্রণীত এই বিশাল বাজেট জনগণের জন্য কতটা কল্যাণ বয়ে আনবে তা এর সফল বাস্তবায়নের ওপর নির্ভর করছে। ১ লাখ ৫৯ হাজার ১৩ কোটি টাকার উন্নয়ন ব্যয় যথাযথভাবে বাস্তবায়ন হলে তা দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে এমনটিই আশা করা যায়। বাজেটে অনুন্নয়ন খাতে ব্যয়ের এক বিশাল অংশ ব্যয় হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হিসেবে। দুর্নীতি ও অসততার গড্ডলিকা প্রবাহে মগ্ন থাকার বদলে তারা সততার সঙ্গে বাজেট বাস্তবায়নকে নিজেদের দায়িত্ব হিসেবে বেছে নেবেন— আমরা এমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর