বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

রাজা গণেশের শাসনামল

ইলিয়াস শাহের পৌত্র গিয়াসউদ্দীন আযম শাহের মৃত্যুতে বঙ্গদেশে বিশৃঙ্খলা শুরু হয়। সেই সুযোগে আযম শাহের পুত্র শিহাবউদ্দীন বায়েজীদ শাহকে সিংহাসনচ্যুত করে রাজা গণেশ বঙ্গের সিংহাসন অধিকার করেন। রাজা গণেশ এবং ইসলাম ধর্মে দীক্ষিত তার বংশধরগণ বঙ্গদেশে প্রায় ২৯ বছর রাজত্ব করেন। এ সময় বঙ্গদেশে ইলিয়াসশাহী বংশের শাসন রাহুগ্রস্ত হয়। বাংলার মধ্যযুগের ইতিহাসে রাজা গণেশ একজন বিতর্কিত ব্যক্তি। মুসলিম ঐতিহাসিকদের মতে, পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে বাংলায় জনৈক শক্তিশালী জমিদারের আবির্ভাব হয়। তিনি ইলিয়াস শাহের প্রপৌত্রকে সিংহাসনচ্যুত করে গৌড় ও বঙ্গদেশ অধিকার করেন। ফরাসি ভাষায় লিখিত ইতিহাসে তিনি কান্স নামে পরিচিত, আর বাংলা ও সংস্কৃত ভাষায় গণেশ। ঐতিহাসিক গ্রন্থ রিয়াজ-উস-সালাতিনের মতে, রাজা গণেশ বঙ্গদেশ থেকে ইসলামকে বিলুপ্ত করার জন্য মুসলমানদের ওপর অত্যাচার আরম্ভ করেন। এতে বিচলিত হয়ে নূর কুতুব-উল-আলম জৌনপুরের শারকী সুলতান ইবরাহীম শাহকে বঙ্গদেশ আক্রমণের জন্য আমন্ত্রণ জানালেন। ইবরাহীম শাহ গৌড় আক্রমণ করলে রাজা গণেশ সিংহাসন ত্যাগ করেন এবং পুত্র যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করে বাংলার সিংহাসনে স্থাপন করেন (১৪১৪ খ্রি.)। যদু ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করে ‘জালাল উদ্দীন মুহম্মদ শাহ’ নাম গ্রহণ করেন। ইবরাহীম শাহ স্বরাজ্যে প্রত্যাবর্তন করলে রাজা গণেশ পুনরায় বাংলার সিংহাসন অধিকার করেন এবং পুত্রকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য চাপ দেন; কিন্তু যদু ইসলাম ধর্ম পরিত্যাগ করলেন না। পিতার মৃত্যুর পর তিনি ‘জালালউদ্দীন শাহ’ উপাধি ধারণ করে মুসলমান হিসেবে রাজত্ব আরম্ভ করেন এবং মৃত্যুকাল (১৪৩১ খি.) পর্যন্ত তিনি মুসলমানই ছিলেন। রাজা গণেশের আমলের কোনো মুদ্রা পাওয়া যায়নি। সুতরাং ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ মত প্রকাশ করেন যে, তিনি কখনো স্বাধীন নরপতি ছিলেন না, বরং ইলিয়াস শাহের বংশধরদের নামে দেশ শাসন করতেন। জালালউদ্দীন মুহম্মদ শাহ একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। তিনি দেশে ইসলাম প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তিনি পাণ্ডুয়া হতে গৌড়ে রাজধানী স্থানান্তরিত করেন। তার শাসনামলে দেশে শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল। সংস্কৃত কবি বৃহস্পতি রায় এবং বাংলায় রামায়ণ রচয়িতা কৃত্তিবাস ওঝা সুলতান জালালউদ্দীন শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। ১৪৩১ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।  জালালউদ্দীন মুহম্মদ শাহের মৃত্যুর পর তার পুত্র শামসউদ্দীন আহমদ বাংলার সিংহাসনে আরোহণ করেন। ১৪৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বঙ্গদেশ শাসন করেন।

তার স্বেচ্ছাচারিতার জন্য জনসাধারণের অত্যন্ত বিরাগভাজন হয়েছিলেন। ১৪৪২ খ্রিস্টাব্দে তিনি নিহত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর