শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিরাপত্তা পরিষদের আহ্বান

রাখাইনের সহিংসতা বন্ধ হোক

মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অতিরিক্ত মাত্রায় সংঘাত-সহিংসতা থাকায় তা এখনই বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদের এ আহ্বানকে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার জয় হিসেবেই দেখা হচ্ছে। নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে চীন মিয়ানমারের সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ। রাশিয়াও ভূ-রাজনৈতিক কারণে মিয়ানমারকে গুরুত্ব দেয়। তারপরও বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় নিরাপত্তা পরিষদ প্রথমবারের মতো এ আহ্বান জানিয়েছে। রাখাইনের পরিস্থিতি নিয়ে আহূত নিরাপত্তা পরিষদের বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি না থাকলেও তার বদলে বেসামরিক জনগণ ও শরণার্থী শব্দটি ব্যবহূত হয়েছে। নিরাপত্তা পরিষদের সভাপতি ইথিওপিয়ার তেকেদা আলেমু বলেন, পরিষদের সদস্যরা গত ২৫ আগস্ট মিয়ানমারে সন্ত্রাসী হামলার বিষয়টি আমলে নিয়েছে এবং যে সহিংসতার পরিপ্রেক্ষিতে অন্তত তিন লাখ ৭০ হাজার লোকের বাস্তুচ্যুতি ঘটেছে সে ঘটনার নিন্দা জানিয়েছে। নিরাপত্তা পরিষদ অনতিবিলম্বে সহিংসতা বন্ধ, উত্তেজনা প্রশমন, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, বেসামরিক লোকজনের সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন ও শরণার্থী সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের সহায়তা এবং জাতিসংঘ ও অন্য সংস্থাগুলোর তৎপরতাকেও নিরাপত্তা পরিষদ স্বাগত জানিয়েছে। নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, মিয়ানমার ত্রাণকর্মীদের রাখাইনে ঢুকতে দেওয়ার অঙ্গীকার করেছিল। তারা মিয়ানমারকে সেই অঙ্গীকার রক্ষা ও ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিষদ রাখাইন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে পরিষদ রাখাইন রাজ্য সমস্যার স্থায়ী সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের গুরুত্বকে স্বীকার করেছে এবং ওই সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকার যে কমিটি গঠন করেছে তাকেও স্বাগত জানিয়েছে।  মিয়ানমারের রাখাইনে সাধারণ মানুষের ওপর সহিংসতা বন্ধ এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে সে দেশের সরকারের পরিবর্তিত মনোভাব রোহিঙ্গা সমস্যার গ্রন্থি মোচন এবং বাংলাদেশে আসা শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনে ভূমিকা রাখবে এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর