শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাইবার অপরাধ বাড়ছে

অপরাধীদের ছাই দিয়ে ধরুন

দেশে সাইবার অপরাধ ভয়াবহভাবে বাড়ছে। অপরাধীদের দৌরাত্ম্যে প্রতিদিনই কোনো না কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্লাকমেলিংয়ের জালে পড়ে অসহায় নারী-পুরুষ অপরাধীদের কাছে তুলে দিচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। তারপরও তারা পিছু ছাড়ছে না। যারা সাইবার ক্রিমিনালদের দাবি অনুযায়ী টাকা দিতে পারছে না তাদের মানসম্মান ধুলায় মিলিয়ে দেওয়া হচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের আইডি হ্যাক করে একের পর এক অপরাধ ঘটিয়ে চলছে অপরাধীরা। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে সাইবার অপরাধ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে— আইডি হ্যাক করে আপত্তিকর ছবি ও পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার ঘটনা যেমন অহরহ ঘটছে তেমন সামাজিক মাধ্যমে ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনাও ঘটছে। সাইবার অপরাধ দমনে দেশে কড়া আইন প্রণয়ন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলেও অপরাধের গতি থামানো সম্ভব হচ্ছে না। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনটি মামলা নিয়ে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়। কিন্তু পরের বছর মামলা আসে ৩২টি। ২০১৫ সালে ১৫২টি ও ২০১৬ সালে ২৩৩টি মামলা। আর চলতি বছরের প্রথম তিন মাসেই এসেছে ১৪১টি মামলা। ট্রাইব্যুনালে এখন ৩৮২টি মামলা বিচারাধীন। সামাজিক মাধ্যম ব্যবহার করে এসব অপরাধ ঘটলেও অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ভুয়া আইডি বানিয়ে বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে বিপথগামী তরুণ-তরুণীরা। নানা নামে আইডি খুলে চালানো হচ্ছে পর্নো পেজ। এগুলোতে বাজে গল্প লিখে ফাঁদে ফেলা হচ্ছে যুব সমাজকে। এ ছাড়া শেয়ার দেওয়া হচ্ছে পর্নোগ্রাফি। এমনকি একশ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীও ভুয়া আইডি খুলে বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য ছড়াচ্ছেন। সরকার ও রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র হননে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে ঢালাওভাবে। এসব বিষয়ে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষকে জানানো হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পদক্ষেপের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদেরও সতর্ক হতে হবে।  ঝুঁকি এড়াতে অ্যান্টি ভাইরাস ব্যবহার, সিস্টেম আপডেট, শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া, ডাউনলোডের আগে অ্যাপস ভেরিফাই করা ইত্যাদি ব্যাপারে সতর্ক থাকতে হবে। সন্দেহ নেই, দুনিয়ার সব দেশে সাইবার অপরাধ বাড়ছে, বাংলাদেশও তা থেকে মুক্ত নয়।  এ ধরনের অপরাধে যারা জড়িত তাদের ছাই দিয়ে ধরারও উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর