মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাফিক আইন ভঙ্গে জরিমানা

মন্ত্রী-সচিবরাও রেহাই পেলেন না

ট্রাফিক আইন অমান্য করায় রবিবার প্রতিমন্ত্রী, সচিব, পুলিশসহ অর্ধশতাধিক গাড়ির মালিক বা চালককে জরিমানা করা হয়েছে। উল্টোপথে গাড়ি চালানোর জন্য তারা এ সাজার সম্মুখীন হয়েছেন। সভ্য দুনিয়ায় ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা অনেকটাই সীমিত। কেউ আইন ভঙ্গ করলে তিনি মন্ত্রী বা যাই হোন না কেন তাকে শাস্তির মুখে পড়তে হয়। বাংলাদেশে অবশ্য মন্ত্রী, সচিব তো বটেই পুলিশের সাধারণ কর্মীও এত দিন ট্রাফিক আইন ভঙ্গের অবাধ স্বাধীনতা ভোগ করেছেন। রাজনৈতিক নেতা-কর্মী তকমাওয়ালারাও এই যথেচ্ছতার শরিক। দেশের ইতিহাসে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি ট্রাফিক আইন ভঙ্গের দায়ে এবারই প্রথম জরিমানার সম্মুখীন হলো। নজিরবিহীন এ উদাহরণ সৃষ্টি হয়েছে দুদক চেয়ারম্যানের উপস্থিতিতে ট্রাফিক বিভাগের অভিযানের সময়। মাত্র কদিন আগে ডিএমপি কমিশনার উল্টোপথে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। বলেছিলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। ৩ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা নির্দেশনায় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ভিআইপিদের কোনো গাড়ি উল্টোপথে চলাচল করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। বলা হয়, এ কারণে যানজট তীব্রতর হচ্ছে। এ নির্দেশনার পরও ভিআইপিদের সুমতি হয়নি। বিষয়টি লক্ষ্য করে দুদক চেয়ারম্যান ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেন। পুলিশ কমিশনার তাকে জানান, ট্রাফিক আইন পালনে অভিযান চালানো হচ্ছে। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়ি উল্টোপথে গেলে সার্জেন্টদের কিছু করার থাকে না। এই প্রেক্ষাপটে দুদক চেয়ারম্যান রবিবার বিকালে সুগন্ধা কার্যালয়ের সামনে দাঁড়ান। সার্জেন্টসহ পুলিশ কর্মকর্তাদের উল্টোপথে গাড়ি এলে আটকানোর নির্দেশনা দেন এবং এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। প্রতিমন্ত্রী, সচিব, পুলিশ কর্মকর্তা, সাংবাদিকের গাড়িসহ ট্রাফিক আইন ভঙ্গের দায়ে শতাধিক গাড়ির মালিক ও চালককে জরিমানা করা হয়। রাজধানীর ভয়াবহ যানজটের প্রধান কারণ হলো ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা। মন্ত্রী-সচিবসহ ক্ষমতাধরদের উল্টোপথে গাড়ি চালানো বাসচালকদের যথেচ্ছতা যানজটকে তীব্র করে তুলছে। যানজট নিয়ন্ত্রণে উল্টোপথে গাড়ি চালানোর পাশাপাশি যেখানে সেখানে পার্কিং, যেখানে সেখানে বাসে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে হবে। ট্রাফিক আইন ভঙ্গকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে  ট্রাফিক পুলিশকে হতে হবে আপসহীন।

সর্বশেষ খবর