বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মানুষ হত্যা মহাপাপ

হাফেজ কারী মাও. মুফতি ওলিউল্লাহ পাটোয়ারী

মানুষ হত্যা মহাপাপ

ইসলাম শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম। ইসলাম হত্যা ও আত্মহত্যাকে হারাম ঘোষণা করে মানুষকে জীবনের নিরাপত্তা দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে মানুষের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন। প্রতিটি মানুষই আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। সমাজে প্রায়ই হত্যাকাণ্ড ঘটছে তুচ্ছ কারণে, অনেক ক্ষেত্রে অকারণে। আবার অনেকে বিপথগামী হয়ে মানুষ খুন করছে। এভাবে জাতীয় দৈনিকগুলোতে প্রায় প্রতিদিন ছাপা হচ্ছে নানারকম হত্যা-খুনের রোমহর্ষক সংবাদ। অপরদিকে একটি কুচক্রী মহল বিভিন্ন স্থানে জঙ্গি হামলা করে নিরপরাধ মানুষ হত্যা করে তার দায়ভার ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের ওপর চাপাচ্ছে। তাই এ কুচক্রী মহলের চক্রান্ত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে আমাদের সচেতন হতে হবে। ইসলামকে সঠিকভাবে জানতে হবে এবং ইসলামের সঠিক শিক্ষা জনসাধারণের কাছে পৌঁছাতে হবে। এ জঘন্য মহাপাপ থেকে সবাই যাতে দূরে থাকে সেজন্য নিচে এ সম্পর্কিত উল্লেখযোগ্য কয়েকটি হাদিস বর্ণনা করা হলো— হজরত আবু বকর (রা.) বর্ণনা করেন, বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন— ‘তোমাদের রক্ত-জান, তোমাদের মাল এবং তোমাদের ইজ্জত পরস্পরের মাঝে ঐরূপ সম্মানিত ও পবিত্র যেমন এ মাস (জিলহজ), এ শহর (মক্কা মুকাররমা) এবং এ দিন (আরাফার দিন) তোমাদের কাছে সম্মানিত ও পবিত্র। তোমরা সবাই তোমাদের প্রভুর কাছে গিয়ে মিলিত হবে। তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং তোমার আমার পরে এমন পথভ্রষ্ট হয়ে যেও না, যে একে অপরকে হত্যা কর।’ (সহিহ বোখারি, হাদিস নং ৭৪৪৭)। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন— ‘গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহতায়ালার সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করা, কোনো মানুষকে হত্যা করা, পিতা-মাতার নাফরমানি করা এবং মিথ্যা কথা বলা।’ (সহিহ বোখারি, হাদিস নং ২৬৫৪)। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন— ‘কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসেকি কাজ এবং তার সঙ্গে মারামারি বা হত্যাকাণ্ড করা কুফরি।’ (সহিহ বোখারি, হাদিস নং ৬০৪৪)। হজরত উবাদাহ ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন— ‘যে ব্যক্তি কোনো ইমানদারকে হত্যা করল এবং এতে আত্মপ্রসাদ লাভ করল, আল্লাহ তার কোনো ফরজ বা নফল ইবাদত কবুল করবেন না।’ (সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৭০)। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন— আল্লাহর কাছে সমগ্র পৃথিবী ধ্বংস হওয়াটা অধিকতর সহজ ব্যাপার একজন মুসলমান খুন হওয়ার তুলনায়।’ (জামে তিরমিজি, হাদিস নং ১৩৯৫)।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— ‘যে ব্যক্তি একজন মুমিনকে হত্যার ব্যাপারে সামান্য একটু কথার দ্বারাও সহায়তা করবে, সে মহান আল্লাহর সঙ্গে এমতাবস্থায় সাক্ষাৎ করবে যে, তার দুই চোখের মাঝখানে (কপালে) লেখা থাকবে- ‘আল্লাহর রহমত থেকে নিরাশ’।  (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৬২০)।

লেখক : খতিব, বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ পীরেরবাগ

ওলি মার্কেট, ঢাকা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর