শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

বিদ্রোহী ভাইয়ের পলায়ন

সেলিমের বিদ্রোহী ভাই সিংহাসনের প্রতিদ্বন্দ্বী আহমদ সুলতান সেলিম কর্তৃক পরাজিত হয়ে এশিয়া মাইনরে আত্মগোপন করেন। তিনি শাহ ইসমাইলের সাহায্য প্রার্থনা করেন এবং শিয়া বিদ্রোহীদের রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে প্ররোচিত করেন। শাহ ইসমাইল তুরস্কের জেনিসারি বাহিনীর ক্ষমতায় শঙ্কিত হয়ে বৈদেশিক সাহায্য প্রার্থনা করেন। তিনি হাঙ্গেরি ও মিসরে দূত পাঠিয়ে সামরিক সাহায্য চান। এর ফলে শাহ ইসমাইলের সমর প্রস্তুতি গ্রহণ একরূপ নিশ্চিত হয়ে পড়ে। শাহ ইসমাইল সাফাভি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং যোগ্য ও দক্ষ শাসক ছিলেন। অন্যদিকে সেলিম ছিলেন তেজস্বী, রণকুশলী, পরাক্রমশালী ও উচ্চাভিলাষী।

উভয়ের মধ্যে সন্দেহ, অবিশ্বাস, দ্বন্দ্ব ও ব্যক্তিগত মর্যাদাবোধের ফলে তুরস্ক পারস্যের মধ্যে যুদ্ধ বাধে। তুরস্ক-পারস্যের সংঘাতের প্রত্যক্ষ কারণ হিসেবে বলা যায় যে, সেলিমের ভাইয়ের ছেলে মুরাদকে শাহ ইসমাইল আশ্রয় প্রদান করেন এবং এর ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর