শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডলারের দাম বাড়ছে

আমদানি কমানোর উদ্যোগ নিন

ডলারের দাম বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য বিসংবাদ সৃষ্টি করছে। এক মাস আগে যে ডলারের দাম ছিল ৭৮ থেকে ৭৯ টাকা, তা বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দরেই ৮২ টাকায় ঠেকেছে। রপ্তানির বিপরীতে আমদানি বৃদ্ধি পাওয়ায় বেড়েই চলেছে ডলারের দাম। টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি দেশি মুদ্রার দীর্ঘদিনের তেজিভাব শীতল করেছে। এর সঙ্গে যোগ হয়েছে রেমিট্যান্স আয় কমে যাওয়ার ঘটনা। বাংলাদেশ ব্যাংক ডলারের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিভিন্ন ব্যাংকের কাছে বিপুল পরিমাণ মজুদ ডলার বিক্রি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। ডলারের মূল্যবৃদ্ধি আমদানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব রাখছে। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বৃদ্ধি পাচ্ছে ব্যয়। ডলারের বিপরীতে টাকার দাম হ্রাস পাওয়ায় আমদানিনির্ভর ভোজ্যপণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি করছে। ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের প্রথম চার মাসে ২০টি বাণিজ্যিক ব্যাংকের কাছে ৫৫ কোটি ৩০ লাখ ডলার বিক্রি করেছে। তারপরও পাঁচ দিনের ব্যবধানে গত বুধবার প্রতি ডলারের দাম ৪০ পয়সা বৃদ্ধি পেয়ে ৮২ টাকায় বিক্রি হয়েছে। কার্ব বাজারে তার দাম আরও ৫০ পয়সা বেশি। ডলারের দাম বৃদ্ধিতে ইন্ধন জুগিয়েছে এ বছর রেকর্ড পরিমাণ খাদ্য আমদানির ঘটনা। অন্যান্য পণ্যের আমদানিও ছিল অন্য বছরের তুলনায় বেশি। বিশেষজ্ঞদের মতে, ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে না গেলেও এখন থেকেই সতর্ক হতে হবে। আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। স্মর্তব্য, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এক হাজার ৮৫২ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৯ দশমিক ৭৬ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তি হয়েছে ২৩ দশমিক ৭৮ শতাংশ বেশি। অথচ একই সময়ে রপ্তানিতে মাত্র ৭ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আশার ঘটনা হলো, রেমিট্যান্সের ক্ষেত্রে হতাশার কুয়াশা কাটতে শুরু করেছে। টানা দুই অর্থবছর রেমিট্যান্স কমার পর অক্টোবর পর্যন্ত চার মাসে প্রবৃদ্ধি বেড়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। দেশের অর্থনীতির স্বার্থেই ডলারের দাম নিয়ন্ত্রণে আনার নানামুখী উদ্যোগ থাকা উচিত। প্রথমত, জরুরি নয় এমন ভোগ্যপণ্য আমদানি নিরুৎসাহিত করা দরকার।  দ্বিতীয়ত, রপ্তানি বৃদ্ধিরও উদ্যোগ নিতে হবে। রেমিট্যান্স যাতে ব্যাংকিং খাত দিয়ে দেশে আসে সেদিকেও নজর রাখা জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর