রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

টাইগারদের শাবাশ

ফাইনালে উন্নীত হওয়ায় অভিনন্দন

তোরা সব জয় ধ্বনি কর! উল্লাস করার মতো অবিস্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নিদাহাস টি-২০ ট্রফিতে পরপর দুই ম্যাচে স্বাগতিক দলকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার রাতের পুরো ম্যাচটিই ছিল উত্তেজনায় ভরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ চার বলে দরকার ছিল ১২ রান। উইকেটে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। যিনি বছর দুয়েক আগে টি-২০ বিশ্বকাপে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে শেষ তিন বলে দুই রান নিতে পারেননি! এ ম্যাচে কী করবেন এমন দুশ্চিন্তা ভর করেছিল টাইগার সমর্থকদের মধ্যে। কিন্তু লঙ্কান বোলার ইসুরু উদানার বলে অসাধারণ এক বাউন্ডারি হাঁকিয়ে রিয়াদ নতুন কিছু করার জানান দেন। লঙ্কান দর্শকে ঠাসা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। পরের বল ডিপ মিড উইকেটে পাঠিয়ে নেন আরও দুই রান। শেষ দুই ২ বলে দরকার ৬ রান। তবে শেষ বলের জন্য অপেক্ষা না করে মাহমুদুল্লাহ লেগ স্ট্যাম্পের ওপর বল পেয়ে ফ্লিক করে ডিপ স্কয়ার লেগ দিয়ে তা পাঠিয়ে দেন গ্যালারিতে। এ গ্রেট ছক্কার সুবাদে অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ। এই জয়ে দুই বছর আগে বেঙ্গালুরুতে হারের দায় থেকে নিজেকে মুক্ত করলেন মাহমুদুল্লাহ। সবারই জানা, বেদনাদায়ক সেই হারের ম্যাচে খলনায়ক ছিলেন মুশফিকও! কারণ মাহমুদুল্লাহর আউট হওয়ার আগের বলেই আউট হয়েছিলেন তিনি। নিদাহাস ট্রফির আগের ম্যাচে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১৫ রানের পাহাড় টপকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দিয়ে দায়মুক্ত হয়েছিলেন মুশফিকও! তাদের দুজনের ‘দায়মুক্তি’র দুই ম্যাচের সুবাদে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। মাত্র কয়েক দিন আগে বাংলাদেশে খেলতে এসেছিল শ্রীলঙ্কান দল। স্বাগতিক বাংলাদেশকে টি-টোয়েন্টির দুই ম্যাচেই তারা হারিয়েছিল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের নিজেদের মাঠে পর পর দুই ম্যাচে হারিয়ে টাইগাররা প্রমাণ করেছে তারাও পারে। শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরও টাইগাররা কলম্বোর বুকে দাঁড়িয়ে কাঁদানোর যোগ্যতা রাখে। টাইগারদের অবিস্মরণীয় জয়ের মহানায়ক মাহমুুদুল্লাহ রিয়াদ।  মাত্র ১৮ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংসই শুধু নয়, যে দুঃসময়ে তিনি হার না মানা মনোভাবের পরিচয় দিয়েছেন, তা সবার জন্য অনুকরণীয়।  স্বপ্নের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় টাইগারদের

অভিনন্দন। তাদের হার না মানা মনোভাবকে অভিবাদন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর