শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন

সীমান্তহত্যা বন্ধের সিদ্ধান্ত প্রশংসনীয়

সীমান্তহত্যা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী একযোগে যেভাবে কাজ করছে তা প্রশংসার দাবিদার। দুই পক্ষের ইতিবাচক মনোভাবের কারণে সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যাকাণ্ড ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বৃহস্পতিবারের বৈঠকেও সীমান্তহত্যা বন্ধে নন লেথেল অস্ত্র ব্যবহারে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। ঢাকার পিলখানায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৪৬তম সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক বলেছেন, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের কারণে সীমান্তহত্যা অনেকাংশে কমে এসেছে। সীমান্তে কোনো ধরনের প্রাণনাশ গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেছেন। বিএসএফ মহাপরিচালক বলেছেন, সীমান্তহত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে তারা কাজ করছেন। সাধারণত মধ্যরাতে সীমান্তে অপরাধ কর্মকাণ্ড হয়। তা নিয়ন্ত্রণে নজর রাখা হচ্ছে। সীমান্তে মানবাধিকার লঙ্ঘন হোক, এটা আমরা চাই না। সীমান্তের অপরাধপ্রবণ এলাকার ম্যাপিং বছরে দুবার হালনাগাদ এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। উভয় পক্ষ সীমান্তে প্রাণহানির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গবাদিপশু ও মাদক চোরাচালানপ্রবণ এলাকায় যৌথ টহল পরিচালনা, সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণের মাঝে আন্তর্জাতিক সীমান্ত বিধিনিষেধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে যৌথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেনসিডিল প্রবেশের বিষয়ে বিএসএফ মহাপরিচালক বলেন, ফেনসিডিল ভারতে নিষিদ্ধ,  বৈধভাবে ফেনসিডিল উৎপাদন হয় না। এ বিষয়ে বিএসএফের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গত বছর প্রায় ৫ লাখ ৭০ হাজার বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমাণ অন্য মাদক আটক করা হয়েছে। ফেনসিডিলসহ বাংলাদেশে যে কোনো মাদক প্রবেশ ঠেকাতে বিএসএফ সচেষ্ট রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নন লেথেল অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত প্রশংসার দাবিদার। সীমান্ত হত্যাকাণ্ডের কারণে বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্কে প্রায়শই ধোঁয়াশার সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে তা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অপরাধীদের সামাল দিতে নন লেথেল অস্ত্রের ব্যবহার হত্যাকাণ্ডের ঘটনা শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে সাহায্য করবে। পারস্পরিক আস্থার সম্পর্ক বৃদ্ধিতেও তা সহায়ক হবে।

সর্বশেষ খবর