রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দুই কোরিয়ার শীর্ষ বৈঠক

বিশ্ব শান্তির জন্য সুখবর

চির বৈরী দুই দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই রাষ্ট্রপ্রধান কিম জং উন এবং মুন জায়ে ইন এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন। বিশ্ব শান্তির জন্য বিষফোঁড়া হিসেবে বিদ্যমান কোরিয়া উপদ্বীপে সংঘাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তারা। উত্তর কোরীয় নেতা প্রেসিডেন্ট কিম জং উন এর আগে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়াস যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ায় সরাসরি আঘাতের হুমকিও দিয়েছিলেন। যুদ্ধ এড়াতে ট্রাম্প চীনকে অনুরোধ করেছিলেন তার ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়াকে যেন পারমাণবিক উচ্চাভিলাষ থেকে বিরত রাখতে তার প্রভাব কাজে লাগায়। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট গোপনে চীন সফরকালে শান্তির পথে আসার জন্য চীনা নেতাদের আশ্বস্ত করেন। তারই প্রতিক্রিয়ায় নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠক। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ অবসানের ৬৫ বছর পর এই প্রথম দুই কোরিয়ার শীর্ষ নেতার মধ্যে মোলাকাত হলো। দুই নেতার বৈঠক শেষে যৌথ ঘোষণায় দুই কোরিয়ার পরস্পরবিরোধী সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। দুই দেশ যুদ্ধের প্রচারণা বন্ধ রেখে সীমান্তকে শান্তির অঞ্চলে পরিণত করার অঙ্গীকারে আবদ্ধ হয়। অস্ত্র হ্রাসের কথাও বলা হয়েছে দুই নেতার যৌথ ঘোষণায়। দুই দেশে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলন, সীমান্তে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আসন্ন এশিয়া গেমসসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে অংশগ্রহণেরও ঘোষণা দেওয়া হয়। উভয় দেশের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনেরও ঘোষণা দেওয়া হয়েছে দুই নেতার বৈঠক শেষে। দুই কোরিয়ার শীর্ষ নেতার বৈঠক এবং শান্তির অঙ্গীকার বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ভালো খবর বলে অভিহিত করেছেন। কিম মুনের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাকেও জোরদার করেছে উত্তর কোরিয়ার শান্তির পথে আসার মনোভাব। শুধু কোরিয়া উপদ্বীপ নয়, বিশ্বশান্তির জন্য দুই কোরিয়ার সমঝোতা অবদান রাখবে এমনটিই আশা করছে দুনিয়ার মানুষ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর