শিরোনাম
রবিবার, ২৭ মে, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি

অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করুন

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পর সে দেশের বিশ্বখ্যাত দৈনিক নিউইয়র্ক টাইমস বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির জন্য উত্তর কোরীয় হ্যাকারদের দায়ী করেছে। পত্রিকাটির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি অভ্যন্তরীণ নয়, বরং এটি একটি আন্তর্জাতিক চক্রের কাজ। যে উপায়ে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ সরানো হয়েছে, তা ঘটেছে বাংলাদেশের বাইরে থেকে। একটি ভাইরাস ঢুকিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব সম্ভবত উত্তর কোরিয়ার হ্যাকাররা এটি করেছে। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক কিংবা অভ্যন্তরীণভাবে বাংলাদেশের কোনোরকম সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। স্মর্তব্য, নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের মিল রয়েছে। তাতেও ব্যাংকিং খাতে বিশ্বের সবচেয়ে বড় ধরনের চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিংবা বাংলাদেশের কেউ জড়িত নয় এমন কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে রিজার্ভ চুরির ওই ভয়ঙ্কর ঘটনার জন্য অর্থ লেনদেন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ত্রুটিকেও চিহ্নিত করা হয়েছে। ত্রুটি ছিল বলেই হঠাৎ করে এক বিলিয়ন ডলার পেমেন্টের অর্ডার নিয়ে নিউইয়র্ক ফেডারেল ব্যাংকের ন্যূনতম সন্দেহের উদ্রেক হয়নি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের নিরাপত্তার দায়িত্বে ছিল বিশ্বখ্যাত সংস্থা সুইফট। গত তিন বছরে ছোটখাটো কিছু ঘটনা সুইফ সিস্টেমের দুর্বলতাগুলো দেখিয়ে দিয়েছে। ইকুয়েডর, তাইওয়ান, ভিয়েতনাম, পোল্যান্ড, ভারত এবং রাশিয়ায় সাইবার চোরেরা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে সুইফট নেটওয়ার্কের মাধ্যমে বেশ কিছু জাল লেনদেন নির্দেশনা পাঠিয়ে দিয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংকে ব্যবহৃত সুইফট সিস্টেম ছিল অত্যাধুনিক। কিন্তু চৌর্যবৃত্তিতে জড়িত হ্যাকারদের প্রযুক্তি জ্ঞানে সে আধুনিক সিস্টেমও মার খায়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও অর্থ আদায়ে জটিলতা হতে পারে আশঙ্কায় তার প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এফবিআই ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তা হলো ভিনদেশি দুর্বৃত্তরা এ ঘটনার জন্য দায়ী।  এর সঙ্গে দুর্বৃত্তপনায় শিরোপাধারী উত্তর কোরিয়ার হ্যাকারদের জড়িত থাকার বিষয়টি আরও বেশি উদ্বেগজনক। আমরা আশা করব, সরকারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে।  অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করতেও তারা উদ্যোগী হবেন—এমনটিও কাম্য।

সর্বশেষ খবর