সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

ভূমি অধিগ্রহণ নৈরাজ্য

ক্ষতিপূরণ দানে টালবাহানা বন্ধ হোক

জমি অধিগ্রহণ মানেই যেন মরণফাঁদ। সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করে। যাদের জমি অধিগ্রহণ করা হয়, তারা যাতে ন্যায্যমূল্য পায় সরকার সেদিকেও লক্ষ্য রাখে। কিন্তু জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বদৌলতে কারোর জমি অধিগ্রহণ মানেই তার সর্বনাশ নিশ্চিত হয়। ক্ষতিপূরণের প্রায় অর্ধেক টাকাই চলে যায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পকেটে। কেউ দিতে ব্যর্থ হলে নানা অজুহাতে তাকে হয়রানির শিকার হতে হয়। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনে অধিগ্রহণের নামে জমি মালিকদের মরণফাঁদ পাতার যে চিত্র তুলে ধরা হয়েছে তাতে প্রশ্ন আসে আমরা সভ্য সমাজের বাসিন্দা কিনা। লালফিতার দৌরাত্ম্য, হয়রানি আর ঘুষ-বাণিজ্যের ঘটনা সেখানে প্রকাশ্যে ঘটছে। নিরীহ ভূমি মালিকদের ক্ষতিপূরণের ৩০ থেকে ৫০ ভাগ টাকা দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের হাতে তুলে দিতে হয়। ঘুষ না দিলে ক্ষতিপূরণের টাকা পেতে তাদের হয়তো অনন্তকাল অপেক্ষা করতে হয়। এসব দুর্নীতির প্রতিবাদ করলে প্রতিবাদকারীর জীবন হয়ে ওঠে দুর্বিষহ। অনেকের জীবন বিপন্নও হয়। কিছুদিন আগে ঢাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এক কর্মকর্তার অসদাচরণের কারণে প্রবীণ রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও প্রথম শ্রেণির ঠিকাদার আ ন ম শাহজাহানকে জীবন দিতে হয়েছে। বছরের পর বছর ঘুরেও তিনি হাতিরঝিল প্রকল্পে অধিগ্রহণকৃত তাঁর ওয়ারিশান সম্পত্তির ক্ষতিপূরণ পাচ্ছিলেন না। গত ২৪ অক্টোবর তিনি ক্ষতিপূরণ আনতে সেখানে যান। তিনি তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কাছে টাকা না পাওয়ার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষমতাধর ওই কর্মকর্তা মোবাইল কোর্ট বসিয়ে শাহজাহানকে এক মাসের কারাদণ্ড দেন। এ ঘটনায় শাহজাহান মানসিকভাবে প্রচণ্ড আঘাত পান। কোর্ট থেকে জামিন নিয়ে বাসায় ফিরে তিনি এ অপমান সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিপূরণ না পেয়ে রাজধানীতে ২০০ বিঘা জমির মালিক কার্যত ফকিরে পরিণত হয়েছে এমন নজিরও আছে। ভূমি অধিগ্রহণ নিয়ে যে নৈরাজ্য চলছে তা সরকারের ভাবমূর্তির জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। ক্ষতিপূরণের এক বৃহৎ অংশ আত্মসাৎ হয়ে যাওয়ায় তা ক্ষতিগ্রস্তদের কোনো উপকারে আসছে না। এ নৈরাজ্যের অবসানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমনটিই কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর