শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

জনতুষ্টির বাজেট

সফল বাস্তবায়নই আসল কথা

নির্বাচনের বছরে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার জনতুষ্টির বিশাল বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। চিরতরুণ অথচ বয়োবৃদ্ধ অর্থমন্ত্রী বলেছেন, এটি তার জীবনের শেষ বাজেট। তার এই শেষ বাজেটকে সব মহলের কাছে গ্রহণযোগ্য করতে বেশ কিছু সস্তা কৌশলও তিনি গ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাজেটে নতুন করে করের বোঝা চাপানো হয়নি। সাধারণ মানুষের সন্তুষ্টি অর্জনকে টার্গেট হিসেবে বেছে নিয়ে নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে সম্প্রসারিত করা হয়েছে। নতুন বাজেটের প্রতিক্রিয়ায় কোনো নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নেই। সাধারণ মানুষকে সন্তুষ্টিতে রাখার এই বিশাল বাজেটে বার্ষিক উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। অনুন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪১৫ কোটি টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বাজেটে ঘাটতির পরিমাণ ১ লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা। যা সঞ্চয়পত্র এবং ব্যাংক ঋণ নিয়ে মেটানো হবে। বাজেটে প্রত্যক্ষ কর না থাকলেও পরোক্ষ করের বোঝা সম্প্রসারিত হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রের ব্যবহারকারী বা ভোক্তাদের এ বোঝা বইতে হবে। নতুন বাজেট সম্পর্কে সরকারি নেতাদের বক্তব্য উচ্ছ্বাসে ভরা। নির্বাচনের বছরে সাধারণ মানুষকে স্বস্তিতে রেখে ভোটের বাক্সে সুবিধা পাওয়ার যে প্রত্যাশা অর্থমন্ত্রীর বাজেট প্রণয়নে প্রতিফলিত হয়েছে তা দেশের রাজনীতির জন্যও একটি ইতিবাচক ঘটনা। কারণ যেনতেন প্রকারের নির্বাচন নয়, সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচনই যে সরকার চাইছে তা তাদের বাজেটের হাল হকিকতে মনে হচ্ছে। এ জন্যই সাধারণ মানুষের সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন বাজেটের হতাশার দিক হলো এতে ব্যাপক কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যা হলে তা বেকারত্বের অভিশাপে ভোগা যুব সমাজের অনেকের মুখেই হাসি ফুটে উঠত। জনতুষ্টির এই বাজেট সম্পর্কেও কঠোরতম সমালোচনায় নেমেছে বিরোধী দল। বিএনপি বলেছে, এটি জনগণকে শোষণের বাজেট। ফাঁকা বাজেট বলেও অভিহিত করেছেন তারা। তবে এমন ধরনের বায়বীয় বক্তব্য তারা নিজেরাও বিশ্বাস করেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সাধ ও সাধ্যের বৈপরীত্য সত্ত্বেও অর্থমন্ত্রী একটি ভালো বাজেট দেওয়ার চেষ্টা করেছেন। নিছক জনস্বার্থে নয়, নিজেদের স্বার্থেই তারা এ পথটি বেছে নিয়েছেন।  তবে এর সব মাহাত্ম্য নির্ভর করছে বাস্তবায়নের ওপর।  সে ক্ষেত্রে পারঙ্গমতা দেখাতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর